মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সাম্প্রতিক সময়ে তেলের দাম কমে যাওয়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন শান্তির প্রতি আরও বেশি আগ্রহী। সোমবার (৫ মে) ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি মনে করি এখন তেলের দাম যেভাবে কমেছে, রাশিয়া একটি ভালো অবস্থানে আছে মীমাংসা করার জন্য, তারা মীমাংসা করতে চায়। ইউক্রেনও চায় মীমাংসা।’ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
রাশিয়ার অর্থনীতিকে চালিত করে তেলের দাম। এই তেলের দাম চলতি বছরের শুরু থেকে প্রতি ব্যারেলে প্রায় ১৫ ডলার কমে গেছে।
ট্রাম্প বলেন, যুদ্ধবিরতি নিয়ে আমরা অনেক দূর এগিয়েছি। কিছু একটা হতে পারে। তবে আশা করছি সেটাই হবে।’
পুতিন নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়ন ও তার মিত্রদের বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে তিন দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন।
ট্রাম্প বলেন, ‘আপনারা জানেন, প্রেসিডেন্ট পুতিন মাত্রই তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন – যা শুনতে বেশি না লাগলেও অনেক কিছু। যদি আপনি জানতেন আমরা কোথা থেকে শুরু করেছিলাম। এটা এমন একটি যুদ্ধ যা কখনোই শুরু হওয়া উচিত ছিল না।’
ট্রাম্প বলেন, যুদ্ধে নিহতদের সংখ্যা সংবাদমাধ্যমের রিপোর্ট করা সংখ্যার চেয়ে অনেক বেশি। যুদ্ধে জড়িত কোনও পক্ষই হালনাগাদ হতাহতের সংখ্যা প্রকাশ করে না।
সোমবার ট্রাম্প ও পুতিনের মধ্যে সৌদি আরবে সম্ভাব্য এক বৈঠক সম্পর্কে জানতে চাইলে ক্রেমলিন জানায়, একটি বৈঠক প্রয়োজনীয় হলেও মে মাসের মাঝামাঝি সময়ে পুতিনের মধ্যপ্রাচ্য সফরের কোনও পরিকল্পনা নেই।
ট্রাম্প বলেছেন, তিনি মে মাসের শুরুতেই সৌদি আরব সফরের পরিকল্পনা করছেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযান শুরু করেন পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় অভিযান মস্কো ও পশ্চিমা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষের জন্ম দেয়।
এই যুদ্ধে হাজার হাজার সেনা নিহত বা আহত হয়েছে। ট্রাম্প বারবার বলেছেন, তিনি এই ‘রক্তপাত’ বন্ধ করতে চান।