জার্মানিতে শপিং সেন্টারে হামলায় জড়িত সন্দেহে ২ ভাই গ্রেফতার

গ্রেফতারজার্মানির অন্যতম বৃহৎ শপিং সেন্টারে হামলার পরিকল্পনাকারী সন্দেহে দেশটির পুলিশ দুই ভাইকে গ্রেফতার করেছে। তাদের পশ্চিমাঞ্চলীয় শহর ওবারহুসেন থেকে গ্রেফতার করা হয়। শুক্রবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক খবরে বিষয়টি জানা গেছে।

চারদিন আগে বার্লিনের একটি শপিং সেন্টারে বড়দিনের ভিড়ে এক ব্যক্তি ট্রাক চালিয়ে ১২ জনকে হত্যা করে।

গ্রেফতারকৃতদের বয়স ২৮ ও ৩১ বছর। তারা মূলত কসোভো থেকে আসা। পুলিশ জানায়, গোপন তথ্য পাওয়ার পর স্পেশাল ফোর্সের সদস্যরা ডুইসবার্গ থেকে এই দুই ভাইকে গ্রেফতার করে।

তদন্তকারীরা অনুসন্ধান করছেন, হামলায় আরও কেউ জড়িত ছিলেন কিনা। তবে হামলার প্রধান সন্দেহভাজন হিসেবে পুলিশ এখনও ২৪ বছরের তিউনিসীয় নাগরিক আনিস আমরিকে খুঁজছে।

এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। জার্মানিতে এটাই আইএসের সবচেয়ে ভয়াবহ হামলা। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এএ/