ভুল ঢাকতে ভ্যাকসিনের বদলে স্যালাইন দিলেন জার্মান নার্স

জার্মানিতে এক নার্স স্বীকার করেছেন, তিনি ফাইজারের করোনা ভ্যাকসিনের বদলে অন্তত ছয়জনকে স্যালাইন প্রয়োগ করেছে। দুর্ঘটনাবশত ভ্যাকসিনের একটি ভায়াল ভেঙে ফেলার পর তা গোপন রাখতে এই কাজ করেন তিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

রবিবার এই অপরাধের কথা এক সহকর্মীর কাছে স্বীকার করেন ওই নার্স। পরে তা কর্তৃপক্ষকে অবহিত করা হয়।

খবরে বলা হয়েছে, দুর্ঘটনাবশত ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিনের একটি ভায়াল হাত পড়ে ভেঙে গেলে ওই নার্স কর্তৃপক্ষকে জানানোর বদলে নিজের ভুল গোপন রাখতে চেয়েছিলেন। এজন্য তিনি ভ্যাকসিনের বদলে স্যালাইনের পানি ছয় জনের দেহে প্রয়োগ করেন।

ঘটনাটি জানতে পেরে কর্তৃপক্ষ বুধবার (২১ এপ্রিল) ফ্রাইসল্যান্ডে জার্মান রেড ক্রস টিকা কেন্দ্রে ভ্যাকসিন নেওয়া ২০০ জনকে যোগাযোগের আহ্বান জানিয়েছেন। এই ২০০ জনের অ্যান্টিবডি পরীক্ষা করে স্যালাইন নেওয়া ৬ জনকে শনাক্ত করা হবে।

এক বিবৃতিতে বলা হয়, ওই নার্স বলেছেন, ভায়াল হাত থেকে ফেলে দেওয়ার বিষয়টি গোপন রাখতে তিনি এমন কাজ করেছেন।

সাধারণভাবে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন প্রয়োগের আগে স্যালাইনের সঙ্গে মিশ্রিত করতে হয়। ওই নার্স এই মিশ্রণ করার সময়েই হাত থেকে ভায়ালটি দুর্ঘটনাবশত ফেলে দেন।

ফ্রাইসল্যান্ডের পুলিশ জানায়, এই ঘটনায় ওই নার্সের বিরুদ্ধে সম্ভাব্য শারীরিক ক্ষতি সাধনের অভিযোগের তদন্ত শুরু করেছে। তবে বিবৃতিতে পুলিশ উল্লেখ করেছে, স্যালাইন নেওয়ার ফলে স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা কম।