চীন সীমান্তের কাছে সামরিক মহড়া আয়োজন করছে মার্কিন-ভারত

nonameভারতের উত্তরাঞ্চলে চীন সীমান্তের কাছে যৌথ সামরিক মহড়া আয়োজন করেছে যুক্তরাষ্ট্র ও ভারত। ১৪ থেকে ২৭ সেপ্টেম্বর উত্তরাখণ্ডে এ মহড়া অনুষ্ঠিত হবে। স্পুটনিক নিউজ এ খবর জানিয়েছে।

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস) এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, দীর্ঘ মেয়াদে যৌথ সামরিক প্রশিক্ষণের অংশ হিসেবেই ভারত ও যুক্তরাষ্ট্র এ মহড়ার আয়োজন করা হচ্ছে। দুই দেশের মধ্যে এটা ১২ তম যৌথ সামরিক প্রশিক্ষণ।

যুদ্ধ আবিয়াস ২০১৬ নামের এই মহড়া চীন-ভারত স্থল সীমান্তের কাছাকাছি অনুষ্ঠিত হবে। ভারতীয় সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ডের অধীনে এ মহড়া অনুষ্ঠিত হবে। উভয় দেশের ২২৫ জন সেনা এতে অংশ নেবেন।

নয়া দিল্লিতে যুক্তরাষ্ট্র ও ভারত লজিস্টিক এক্সচেঞ্জ মেমোরেন্ডাম অব এগ্রিমেন্ট (লিমোয়া) চুক্তি স্বাক্ষরের কয়েক সপ্তাহের মধ্যেই এ মহড়া আয়োজন করা হলো।

চুক্তি অনুসারে, এই সমঝোতার ফলে যৌথ অভিযান বা মহড়ায় ভারত ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনী  সহজেই একে অপরের সহযোগিতা করতে পারবে। এ চুক্তির আওতায় ভারত ও যুক্তরাষ্ট্রে একে অন্যের সামরিক ঘাঁটি ও সম্পদ ব্যবহার করতে পারবে। তবে এ চুক্তির অধীনে ভারতে মার্কিন সেনাদের অবস্থান অনুমোদন দেওয়া হয়নি।

প্রতিরক্ষা প্রযুক্তি ও বাণিজ্য সহযোগিতায় সৃষ্টিশীল ও আধুনিক সুযোগ সুবিধা পাওয়া যাবে এই চুক্তির কাঠামোর অধীনে। যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে প্রতিরক্ষা বাণিজ্য ও প্রযুক্তি ভাগাভাগি করতে রাজি হয়েছে। তা এমন একটি পর্যায়ে নিয়ে যাওয়া হবে যা করা হয় ঘনিষ্ঠ মিত্র ও অংশীদারদের সঙ্গে।

এক যৌথ বিবৃতিতে বলা হয়, উভয় দেশের মধ্যে প্রতিরক্ষাবিষয়ক বন্ধন হবে অভিন্ন মূল্যবোধ ও আগ্রহের ওপর ভিত্তি করে। উভয় দেশ মেনে চলবে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতি।সূত্র: স্পুটনিক নিউজ।

/এএ/