ভারতের ‘সার্জিক্যাল স্ট্রাইক’কে স্বাগত জানালো রাশিয়া

ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতপাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে ভারতের পরিচালিত সার্জিক্যাল স্ট্রাইককে স্বাগত জানিয়েছে রাশিয়া। সোমবার ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার কাদাকিন সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা সার্জিক্যাল স্ট্রাইককে স্বাগত জানাচ্ছি। প্রত্যেক দেশেরই আত্মরক্ষার অধিকার রয়েছে।’

সাক্ষাৎকারে রুশ রাষ্ট্রদূত জানান, সন্ত্রাস মোকাবিলার প্রশ্নে সব সময় ভারতের পাশে ছিল রাশিয়া এবং সার্জিক্যাল স্ট্রাইকের পরেও রাশিয়াই সবার আগে ভারতকে সমর্থন দিয়েছে।

সাক্ষাৎকারে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের অংশকে আলেকজান্ডার ‘ভারতীয় প্রদেশ’ হিসেবে উল্লেখ করেন। রাশিয়া ও পাকিস্তানের সেনা বাহিনীর সাম্প্রতিক যৌথ মহড়া সম্পর্কে রুশ রাষ্ট্রদূত বলেন, ‘‘রাশিয়া এবং পাকিস্তানের যৌথ সেনা মহড়া নিয়ে ভারতের উদ্বিগ্ন হওয়া উচিত নয়, কারণ ওই মহড়ার থিম ছিল সন্ত্রাস দমন। সেটা ভারতের স্বার্থই সুরক্ষিত করবে এবং আমরা পাকিস্তানের সেনা বাহিনীকে বলেছি, ভারতে জঙ্গি হামলার কাজে তারা যেন কোনও ভাবে নিজেদের ব্যবহৃত হতে না দেয়। ওই মহড়া ‘ভারতীয় প্রদেশ’ জম্মু-কাশ্মিরের পাকিস্তান নিয়ন্ত্রিত অংশের মতো কোনও সংবেদনশীল বা সমস্যাসঙ্কুল এলাকায় আয়োজিত হয়নি।’’

প্রসঙ্গত, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের বারামুল্লাহ জেলারই উরি সেনাছাউনিতে গত ১৮ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় ১৯ ভারতীয় সেনা নিহত হয়। এরপর বুধবার রাতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের সেনারা সন্ত্রাসী ঘাঁটিগুলোতে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে মোদি সরকারের পক্ষ থেকে দাবি করা হয়। অভিযানে ৯ পাকিস্তানি সেনা ও ৩৫ থেকে ৪০ জঙ্গি নিহত হয়েছে বলে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে। পাকিস্তান দাবি করে আসছে, এটি সার্জিক্যাল স্ট্রাইক ছিল না, সীমান্ত সংঘর্ষ বা আন্তঃসীমান্ত গোলাগুলির ঘটনা ছিল। এতে তাদের দুই সেনা নিহত হয়েছে। দাবির সপক্ষে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। তবে পাকিস্তান ভারতের এই দাবিকে মিথ্যে দম্ভ হিসেবে উল্লেখ করেছে। তারাও গণমাধ্যমকে ব্যবহার করতে চাইছে অভিযানকে মিথ্যে প্রমাণের জন্য। সূত্র: আনন্দবাজার।

/এএ/