কাশ্মিরে বন্দুকযুদ্ধে নিহত ৩

nonameভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে ১৫ ঘণ্টার দীর্ঘ বন্দুকযুদ্ধে তিনজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, বন্দুকযুদ্ধে নিহতদের মধ্যে এক পুলিশ কর্মকর্তা ও দুই সন্দেহভাজন জঙ্গি রয়েছে। শনিবার রাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে রবিবার স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় সেনা ও কাউন্টার ইনসার্জেন্সি বিভাগের পুলিশ সদস্যরা একটি বাড়ি চারপাশ থেকে ঘিরে ফেলে। এরপর সেখানে অবস্থানরতদের সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ শুরু হয়।

দক্ষিণাঞ্চলীয় গ্রাম নাজনীনপোরার ওই বাড়িটিতে জঙ্গিরা অবস্থান করছিল বলে দাবি করছে নিরাপত্তা বাহিনী। অভিযানে উভয়পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়।

এক পুলিশ কর্মকতা জানান, অবরুদ্ধ হয়ে পড়া জঙ্গিদের সহায়তায় কয়েকশ গ্রামবাসী ঘটনাস্থলে পৌঁছে সরকারি বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। সূত্র: দ্য হিন্দু।

/এএ/