ছত্তিশগড়ে মাওবাদী হামলায় ১২ পুলিশ নিহত

crpff-krsF--621x414@LiveMintভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় দেশটির সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ১২ সদস্য নিহত হয়েছেন। হামলায় আরও ৪ সিআরপিএফ সদস্য আহত হয়েছেন। মাওবাদীরা জওয়ানদের ওয়ারলেস রেডিও এবং অস্ত্রও লুট করেছে। শনিবার ছত্তিশগড়ের আদিবাসী অধ্যুষিত বাস্তার অঞ্চলের সুকমা জেলায় এ হামলার ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, শনিবার সকালে সুকমার ভেজ্জি থানার ভেজ্জি ও কোট্টাচেরু গ্রামের মধ্যবর্তী এলাকায় ঘন জঙ্গলে এ হামলার ঘটনা ঘটে। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফের ২১৯ নম্বর ব্যাটালিয়নের রোড ওপেনিং পার্টি-র (আরওপি) ওপর অতর্কিতে হামলা চালায় মাওবাদীরা। এ সময় সিআরপিএফও পাল্টা গুলি চালায়। মাওবাদীদের সঙ্গে গুলি বিনিময়ে ১২ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়। গুরুতর জখম হয়েছেন আরও চারজন জওয়ান।

সুকমা জেলার পুলিশ সুপার অভিষেক মীনা বলেন, ‘হামলার পরে সিআরপিএফ জওয়ানদের অস্ত্র এবং ওয়ারলেস রেডিও লুঠ করে চম্পট দেয় মাওবাদীরা। হামলার খবর ছড়িয়ে পড়ার পরে পুলিশের একটি বাহিনী এসে তাদের উদ্ধার করে।’ তবে সিআরপিএফ জওয়ানের গুলিতে কোনও মাওবাদী নিহতের খবর এখনও স্পষ্ট নয়।

হামলায় আহতদের মধ্যে দু’জনকে হেলিকপ্টারে রায়পুরে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিংহ নিহত সিআরপিএফ জওয়ানদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন। এ হামলার পর প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, ‘ছত্তিশগড়ের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। এই ঘটনায় যে বা যারা জড়িত তাদের আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে।’ সূত্র: টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার।

/এএ/