৩০ মার্চ ঢাকা আসছেন ভারতের সেনাপ্রধান

 

ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত দুই দিনের সফরে ঢাকা আসছেন। ৩০ মার্চ তিনি ঢাকা পৌঁছবেন। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তাবিষয়ক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে তিনি এ সফরে আসছেন। ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট ইন্ডিয়া (পিটিআই) বৃহস্পতিবার এ খবর জানিয়েছে।

সূত্রের বরাত দিয়ে পিটিআই জানিয়েছে,জেনারেল রাওয়াত ২৮ মার্চ দুই দিনের সফরে নেপাল যাবেন। ৩০ মার্চ কাঠমাণ্ডু থেকে ঢাকা পৌঁছবেন তিনি।

ঢাকা সফরে জেনারেল রাওয়াত বাংলাদেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

৭-১০ এপ্রিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের আগেই ভারতীয় সেনাপ্রধান ঢাকা আসছেন।

গত বছর ১৭ ডিসেম্বর ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে বিপিন রাওয়াতের নাম ঘোষণা করা হয়। ৩১ ডিসেম্বর তিনি নতুন দায়িত্ব দায়িত্ব নেন। সেনা প্রধানের দায়িত্ব নেওয়ার আগে তিনি লেফটেন্যান্ট জেনারেল হিসেবে সেনাবাহিনীর উপপ্রধানের দায়িত্বে ছিলেন। সূত্র: ইন্ডিয়া টুডে।

/এএ/