হরিয়ানায় শ্রমিক নয়, পালিত হচ্ছে বিশ্বকর্মা দিবস

58408798.cmsহরিয়ানার বিজেপির সরকার ইতিহাসকে নতুন করে রচনার অংশ হিসেবে ১ মে শ্রমিক দিবস পালন করছে না। ১৮৮৬ সাল থেকে বিশ্বের অন্তত ৮০টি দেশে শ্রমিক দিবস পালিত হলেও রাজ্যটির সরকার এবার বিশ্বকর্মা দিবস পালন করছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বিষয়টি জানা গেছে।

হরিয়ানার শ্রম ও কর্মস্থান প্রতিমন্ত্রী নায়াব সিং সাইনি জানিয়েছিলেন, সারাবিশ্বের ঐশ্বরিক নির্মাতা হচ্ছেন বিশ্বকর্মা। যেহেতু তিনি আমাদের পূর্ব পুরুষ তাই শ্রমিক দিবস তার নামেই আমাদের পালন করা উচিত।

নায়াব সিং আরও বলেন, মে দিবসের ইতিহাস আমাদের বুঝতে হবে। কীভাবে ১লা মে শ্রমিক দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি নিশ্চিত করেছিলেন, ১ মে সরকারিভাবে কোনও কর্মসূচি পালন করা হবে না।

সাইনি জানান, শ্রম অধিদপ্তর পাঁচটি জেলায় অসংগঠিত খাতের শ্রমিকদের জন্য ভর্তুকি দিয়ে ক্যান্টিন চালু করবে। এসব জেলা হচ্ছে, গুরগাঁও, ফরিদাবাদ, সনিপাত, হিসার ও যমুনানগর। এসব ক্যান্টিনে ১০ রুপিতে খাবার পাবেন অসংগঠিত খাতের শ্রমিকরা।

সাইনি আরও জানান, বিশ্বকর্মা দিবসে ২৭ কোটি রুপিতে ৬০ হাজার নিবন্ধিত নারী শ্রমিকদের সেলাই মেশিন বিতরণ করবে শ্রম অধিদপ্তর।

উল্লেখ্য, ১৮৮৬ সালের ১লা মে শ্রমিকরা আট ঘণ্টা কাজের দাবিতে যুক্তরাষ্ট্রের সব শিল্পাঞ্চলে ধর্মঘটের ডাক দিয়েছিলেন। সেই ডাকে শিকাগো শহরের তিন লাখের বেশি শ্রমিক কাজ বন্ধ রাখেন। শ্রমিক সমাবেশকে ঘিরে শিকাগো শহরের হে মার্কেট রূপ নেয় শ্রমিকের বিক্ষোভসমুদ্রে। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ শ্রমিকদের ওপর নির্বিচারে গুলি চালালে ১০ শ্রমিক প্রাণ হারান। শ্রমিক-জনতার বৃহত্তর ঐক্য ও তীব্র আন্দোলনের মুখে শ্রমিকদের দৈনিক আট ঘণ্টা কাজের দাবি মেনে নিতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র সরকার।

পরে ১৮৮৯ সালের ১৪ জুলাই প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর রক্তঝরা অর্জনকে স্বীকৃতি দিয়ে ১ মে তারিখটিকে ‘আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। ১৮৯০ সাল থেকে প্রতিবছর দিবসটি বিশ্বের বিভিন্ন দেশ ‘মে দিবস’ হিসেবে পালন করতে শুরু করে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এএ/