মনিপুরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড তদন্তে আদালতের নির্দেশ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুরে  নিরাপত্তাবাহিনীর দ্বারা সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের তদন্ত করতে নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। শনিবার আদালত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ১৯৭৯ থেকে ২০১২ সাল পর্যন্ত বেসামরিক নাগরিকের মৃত্যুগুলো তদন্ত করতে বলেছেন।

_96923732_gettyimages-51164607

অ্যাক্টিভিস্টদের মতে, গত চার দশকে মনিপুরে ১ হাজার ৫০০ জনের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। সরকারের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং এসব হত্যাকাণ্ডের জন্য স্বাধীনতার জন্য সংগ্রামরত সশস্ত্র বিদ্রোহীদের দায়ী করা হচ্ছে।

সুপ্রিম কোর্টের শুক্রবারের এ নির্দেশ গত বছরের এক যুগান্তকারী আদেশের ধারাবাহিকতায় এসেছে। গত বছর আদালত মানবাধিকার ও নিহতদের স্বজনদের নিরাপত্তাবাহিনীর বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করতে নির্দেশ দিয়েছিলেন। বেসামরিক নাগরিকদের হত্যার তদন্তের বিরোধিতা করেছে সরকার ও নিরাপত্তাবাহিনী। কিন্তু মানবাধিকার সংগঠনের দাখিল করা প্রমাণের ভিত্তিতে আদালত নিরাপত্তাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ দমননীতি আইনের অপব্যবহারের প্রমাণ পেয়েছেন।

ভারতের দ্য আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট (আফস্পা) নিরাপত্তাবাহিনীকে তল্লাশী ও জব্দের ক্ষমতা দিয়েছে। এই আইনে অভিযান পরিচালনার সময় ভুলবশত বা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই এমন পরিস্থিতিতে বেসামরিক নাগরিককে হত্যা করলেও সেনারা রক্ষা পান। এই আইনে মনিপুর ও ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে হত্যার অভিযোগ রয়েছে রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে।

গত মাসে এক সাবেক পুলিশ কমান্ডো বিবিসির কাছে শতাধিক বেসামরিক নাগরিককে হত্যার কথা স্বীকার করেছেন। হিরোজিৎ সিং নামের ওই পুলিশ কর্মকর্তা প্রতিটি হত্যার ঘটনা নোটবুকে টুকে রাখতেন। সূত্র: বিবিসি।

/এএ/