ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন ভেঙ্কাইয়া নাইডু

s3.reutersmedia.netভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি হিসেবে ক্ষমতাসীন এনডিএ জোটের প্রার্থী ভেঙ্কাইয়া নাইডু বিরাট ব্যবধানে নির্বাচিত হয়েছেন। শনিবার ভোটে প্রত্যাশিতভাবেই তিনি নির্বাচিত হন। উপরাষ্ট্রপতি নির্বাচনে দেশটির লোকসভা ও রাজ্যসভার ৭৭১ জন সাংসদ ভোট দিয়েছেন। নাইডুর প্রতিদ্বন্দ্বি ছিলেন কংগ্রেসের গোপাল কৃষ্ণ গান্ধী।

৬৮ বছরের নাইডু দেশটির ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সাবকে সভাপতি। তিনি অন্ধ্র প্রদেশের বাসিন্দা।

বর্তমান উপরাষ্ট্রপতি হামিদ আনসারির মেয়াদ শেষ হচ্ছে ১১ আগস্ট। ভারতের সংবিধান অনুসারে, রাষ্ট্রপতির মতোই উপরাষ্ট্রপতির পদটি আলঙ্কারিক। দেশ পরিচালনার নিয়ন্ত্রণ থাকে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতে।

ভেঙ্গাকাইয়া নাইডু উপরাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার ভারতের দক্ষিণাঞ্চলীয় এলাকায় বিজেপির রাজনৈতিক বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।

কিছুদিন আগে ভারতের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাম নাথ কোবিন্দ। বিজেপির মতাদর্শিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংস্বেবক সংঘ (আরএসএস)-র সঙ্গে কোবিন্দ ও নাইডুর সম্পৃক্ততা রয়েছে। রাজনৈতিক জীবনের শুরুতে উভয়েই আরএসএস-র সঙ্গে জড়িত ছিলেন। সূত্র: রয়টার্স।

/এএ/