কাশ্মিরে সশস্ত্র হামলায় তিন পুলিশ নিহত

INDIA-696x385ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে স্বাধীনতাকামী সশস্ত্র যোদ্ধাদের হামলায় তিন পুলিশ নিহত হয়েছেন। শনিবার একটি পুলিশ ঘাঁটিতে হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। চলতি বছরের মধ্যে সরকারি বাহিনী ও প্রতিষ্ঠানে স্বাধীনতাকামীদের এটিই সবচেয়ে বড় হামলা।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, দক্ষিণ কাশ্মিরের পুলওয়ামা অঞ্চলের একটি পুলিশ ফাঁড়িতে শনিবার এই হামলা চালানো হয়। বন্দুকযুদ্ধের সময়  ঘাঁটিতে প্রবেশকারী এক যোদ্ধা নিহত হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর এক উচ্চ পদস্থ কর্মকর্তা নিহত যোদ্ধার পরিচয় প্রকাশে অস্বীকৃতি জানিয়েছেন।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ঘাঁটিতে প্রবেশকারী যোদ্ধাদের সংখ্যা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল জেএস সাঁধু জানান, পুলিশ ও সেনাবাহিনী ফাঁড়ির আবাসিক এলাকা থেকে মানুষদের সরিয়ে দিয়েছে।

গত বছর ১৮ সেপ্টেম্বর উরিতে হামলায় ১৮ সেনা সদস্য নিহত হওয়ার পর শনিবারের হামলাটিই বড় হামলা।

চলতি বছর ভারতের নিরাপত্তাবাহিনী অভিযান চালিয়ে ৭ কমান্ডারসহ ১৩৪ যোদ্ধাকে হত্যা করেছে। গত দুই মাসের মধ্যেই অধিকাংশ যোদ্ধাকে হত্যার ঘটনা ঘটেছে। এর আগে ২০১৬ সালে ১৫০ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছিল। সূত্র: রয়টার্স।