রাম রহিমের বিরুদ্ধে আরও যেসব মামলা রয়েছে

ভারতের বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিমকে ধর্ষণের অভিযোগ সাত বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। ১৫ বছর আগে নিজের দুই ভক্তকে ধর্ষণে দোষী সাব্যস্ত হওয়ায় এই সাজা ঘোষণা করা হয় সোমবার। ধর্ষণের এই মামলা ছাড়াও বিতর্কিত এই ধর্মগুরুর বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলা রয়েছে।

541

২০০২ সালের নভেম্বরে রাম রহিমের বিরুদ্ধে ৫৩ বছরের এক সাংবাদিককে হত্যার অভিযোগ উঠে। পুরা সাচ (পুরোই সত্য) নামের একটি পত্রিকার সম্পাদক ছিলেন ওই সাংবাদিক। মামলাটি এখনও সিবিআই’র বিশেষ আদালতে রয়েছে।

২০০৭ সালের মে মাসে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ওঠে রাম রহিমের বিরুদ্ধে। পাঞ্জাবের গুরু গোবিন্দ সিংকে অনুকরণ করে পোশাক পরিধানের অভিযোগে এই মামলা দায়ের করা হয়।

২০১০ সালে ডেরার এক সাবেক কর্মীকে হত্যার অভিযোগ উঠে। সিবিআই-র প্রতিবেদনে এই অভিযোগের কোনও প্রমাণ পাওয়া যায়নি।

২০১৪ সালে ৪০০ ভক্তকে জোর করে খোজাকরণের অভিযোগ উঠে তার বিরুদ্ধে। সিবিআই মামলাটি তদন্ত করছে। একই বছরে ডেরাতে ভক্তদের সশস্ত্র প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠে। পাঞ্জাব ও হারিয়ানা হাই কোর্ট ডেরার কর্মকাণ্ডের নজর রাখার নির্দেশ দেয়।

২০১৬ সালের জানুয়ারিতে অল ইন্ডিয়া হিন্দু স্টুডেন্টস ফেডারেশন ভগবান বিষ্ণুর মতো পোশাক পরিধান রাম রহিম ধর্মীয় অনুভূতিতে আঘাত করছেন বলে মামলা দায়ের করা হয়। সূত্র: নিউজ এইটিন।