রাম রহিমের যাবজ্জীবন চেয়ে আপিল করবেন নির্যাতিত দুই নারী

ভারতের বিতর্কিত ধর্মগুরু রাম রহিমকে দুই ধর্ষণ মামলায় ১০ বছর করে ২০ বছরের কারাদণ্ডের সাজা দিয়েছেন দেশটির বিশেষ সিবিআই আদালত। সোমবার রোহতক কারাগারে অস্থায়ী আদালতে বিচারক জগদীপ সিং এ রায় ঘোষণা করেছেন। রায় ঘোষণার পর ধর্ষণের শিকার দুই নারী জানিয়েছেন,  ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড চেয়ে তারা উচ্চ আদালতে আপিল করবেন।

gurmeet-ram-rahim-singh_650x400_41503701147

শুক্রবার রাম রহিমকে দুই ধর্ষণ মামলায় আদালত দোষী সাব্যস্ত করেছিলেন। এরপরও সোমবার রায় ঘোষণার আগে বিচারক উভয় পক্ষকে ১০ মিনিটি সময় দিয়েছিলেন যুক্তিতর্কের জন্য। এ সময় রাম রহিমের আইনজীবীরা আবেদন করেন, রাম রহিমের ‘মানব ও সমাজকল্যাণমূলক’ কাজের কথা মাথায় রেখে সাজা কম দেওয়া হোক।

ভারতের আইন অনুসারে ৩৭৬ ধারায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড। রায়ে বিচারক যাবজ্জীবন দিলেন না, দুই মামলায় ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন।

ধর্ষকের সাজা হওয়ায় খুশি নির্যাতনের শিকার দুই নারী। কিন্তু তারা পুরোপুরি সন্তুষ্ট নন। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন চেয়ে উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা।

১৫ বছর আগে ধর্ষণের অভিযোগ এনেছিলেন এই দুই নারী। এরপর বিভিন্ন বাধা অতিক্রম করতে হয়েছে তাদের। রাম রহিমের মতো প্রভাবশালীর অপরাধ কোনও দিন প্রমাণ করা যাবে কি না, তা নিয়ে সংশয়ও ছিল তাদের। কিন্তু দুই নারী সংগ্রাম ছাড়েননি। সোমবার সাজার রায়ে তাদের সেই সংশয় দূর হয়েছে। তবে দুই নির্যাতিতাই মনে করছেন, সর্বোচ্চ সাজাই হওয়া উচিত ছিল গুরমিত রাম রহিম সিংহের।

দীর্ঘ ও অসম লড়াইয়ে জয় পাওয়ার পর তাদের মনোবল বেড়ে গেছে। সোমবার জানিয়েছেন, উচ্চ আদালতের দ্বারস্থ হয়ে রাম রহিমের যাবজ্জীবন কারাদণ্ডের দাবি জানাবেন তারা। সূত্র: আনন্দবাজার পত্রিকা, এনডিটিভি।