ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি, হতাহত বেসামরিক নাগরিক

ভারত-পাকিস্তান সীমান্তে উভয় দেশের বাহিনীর মধ্যে বুধবার সকাল থেকে গোলাগুলি শুরু হয়েছে। এতে একজন বেসামরিক নাগরিক নিহত ও ছয় জন আহত হয়েছেন। পাকিস্তানের কর্মকর্তাদের দাবি, ভারতীয় বাহিনীর গুলিতে এসব হতাহতের ঘটনা ঘটেছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

দক্ষিণ কোটলি জেলার নাকিয়াল সেক্টরের সহকারী কমিশনার ওয়ালিদ আনোয়ার জানান, সকাল সোয়া সাতটার দিকে এই গোলাগুলি শুরু হয় এবং এখনও তা চলছে। গোলাগুলিতে কয়েকটি গ্রামের মানুষ ঘরে বন্দি হয়ে পড়েছে।

আনোয়ার জানান, বালাকোট গ্রামের একটি বাড়ির আঙিনায় একটি শেল আঘাত করলে ২৫ বছরের মালিক মোহাম্মদ রাজাক নামের এক যুবক নিহত হয়।

এই গোলাগুলির বিষয়ে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের কোনও বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দারা ডন নিউজকে জানান, ভারতীয় বাহিনীর গুলির জবাবে পাল্ট গুলি ছুড়ছে পাকিস্তানি সেনারা।