ভারতে বিবিসির সাবেক সাংবাদিক গ্রেফতার

ভারতের উত্তর প্রদেশে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক সাবেক সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। বিনোদ ভার্মা নামের ওই সাংবাদিককে শুক্রবার ভোরে গাজিয়াবাদ শহর থেকে গ্রেফতার করা হয়। তিনি বিবিসি হিন্দি শাখাতে কর্মরত ছিলেন।

বিবিসির সাবেক সাংবাদিক বিনোদ ভার্মা

পুলিশের মুখপাত্র রাহুল শ্রীবাস্তব বিবিসিকে বলেন, ভার্মার বিরুদ্ধ ছত্তিশগড়ে চাঁদাবাজির মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ছত্তিশগড় নেওয়া হতে পারে।

চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন ভার্মা। বিবিসির প্রতিনিধি জানান, পুলিশ ভার্মার বাড়ি থেকে ৫০০টির বেশি সিডি জব্দ করেছে।

ছত্তিশগড়ে মাওবাদী সশস্ত্র বিদ্রোহীদের শক্তিশালী উপস্থিতি রয়েছে। রাজ্যটিতে কর্মরত সাংবাদিকরা প্রায়ই সরকার ও বিদ্রোহীদের তোপের মুখে পড়েন। সূত্র: বিবিসি।