কাশ্মিরে সেনাক্যাম্পে বন্দুকযুদ্ধে পাঁচ সেনাসহ নিহত ৯

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের একটি সেনাক্যাম্পে হামলা ও বন্দুকযুদ্ধের ঘটনায় পাঁচ সেনাসহ ৯জন নিহত হয়েছে। শনিবার ভোরে চালানো ওই হামলায় পাঁচ সেনা সদস্য, এক বেসামরিক ব্যক্তি ও তিন হামলাকারী নিহত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

kashmir-attack

শনিবার ভোরে জম্মু-কাশ্মিরের সুঞ্জওয়ানের সেনা ক্যাম্পের আবাসিক এলাকায় হামলা চালানোর পর একটি ভবনে ঢুকে পড়ে হামলাকারীরা। পরে তাদের ঘিরে সেনা ও পুলিশ ও প্যারামিলিটারি সদস্যরা অভিযান শুরু করে। ৩০ ঘণ্টা পর ওই অভিযান শেষ হয়।

নয়াদিল্লির এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না শর্তে রয়টার্সকে জানান, ওই ঘটনায় তিন হামলাকারী ছাড়াও পাঁচ সেনা সদস্য ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তবে কতজন ওই হামলা চালিয়েছিল সে সম্পর্কে নিশ্চিত করেননি তিনি।

জম্মু-কাশ্মির পুলিশের মহাপরিচালক এস পি ভাইদ বলেন, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করতে গিয়ে দেখা গেছে হামলাকারীরা পাকিস্তানভিত্তিক বিচ্ছিন্নতাবাদী সংগঠন জইশ-ই-মোহাম্মদ গ্রুপের।

রবিবার সকালে ওই হামলার স্থান পরিদর্শন করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত।