ভারতীয় জলবিদ্যুৎ কেন্দ্রের কারণে লঙ্ঘিত হচ্ছে সিন্ধু পানি চুক্তি: পাকিস্তান

শনিবার ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে ৩৩০ মেগাওয়াটের জলবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের ওই জলবিদ্যুৎ কেন্দ্রে বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে পাকিস্তান। পাকিস্তানের সংবাদপত্র ডন জানিয়েছে, ভারতের ওই জলবিদ্যুৎ প্রকল্পের কারণে পাকিস্তান পাঁইট ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ করে আসছে। দেশটির লাগাতার প্রতিবাদের পরও ভারত ওই জলবিদ্যুৎ প্রকল্পটিকে অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্পের তালিকায় যুক্ত করেছিল। শনিবার সেটির উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী। পাকিস্তান দাবি করছে, নিলম নদীর ওপর কিষানগঙ্গা জলবিদ্যুৎ প্রকল্প নামের ওই স্থাপনাটির কারণে সিন্ধু নদের পানি চুক্তির খেলাপ হচ্ছে।Irfan1-1

শ্রীনগরে দেওয়া ভাষণে মোদি বলেছেন, ‘শুধু যে এই অঞ্চলেই বিদ্যুৎ সরবরাহ হবে তা নয়। এই অঞ্চলে উৎপাদিত বিদ্যুৎ ভারতের বিভিন্ন প্রান্তে ব্যবহৃত হতে পারে। সে বিষয়টিকে মাথায় রেখে আমরা এখানে একাধিক প্রকল্পের কাজ শুরু করেছি।’ ডন লিখেছে, নিলম নদীর ওপর কিষানগঙ্গা জলবিদ্যুৎ প্রকল্প ছাড়াও চেনাব নদীর ওপর ৮৫০ মেগাওয়াটের আরেকটি জলবিদ্যুৎ প্রকল্পের কাজ করছে ভারত।

শুক্রবারেই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দিয়ে বলেছিল, যেহেতু সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত হয়েছিল, সেহেতু চুক্তির শর্ত লঙ্ঘন করে ভারতের তৈরি ওই জলবিদ্যুৎ প্রকল্পের বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত সংস্থাটির। সিন্ধু নদ ও এর শাখাগুলোর পানির ওপর পাকিস্তানের ৮০ শতাংশ কৃষি জমির সেচ নির্ভর করে। পাকিস্তানের ভাষ্য, ‘ভারতের একগুঁয়ে সিদ্ধান্তের কারণে চুক্তিটির কার্যকারিতা হারাবার দশা হয়েছে।’

বিশ্বব্যাংক জানিয়েছে, জলবিদ্যুৎ প্রকল্পের বিষয়ে তারা পাকিস্তানের কাছ থেকে অভিযোগ পেয়েছে। দুই পক্ষের মধ্যে শান্তিপূর্ণ সমাধান চায় সংস্থাটি।