শেষ মুহূর্তে চীন সফর বাতিল করলেন মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার একেবারে শেষ মুহূর্তে নির্ধারিত চীন সফর বাতিল করেছেন। ওইদিন রাতেই ৪০ সদস্যের প্রতিনিধি দল নিয়ে আটদিনের চীন সফরে যাওয়ার কথা ছিল তার। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্যদের সঙ্গে রাজনৈতিক সংলাপের কথা ছিল মমতার প্রতিনিধি দলের। 

697913-mamata-2

পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র ও মুখ্যসচিব মলয় দে মমতার একটি বিবৃতি সাংবাদিকদের পড়ে শোনান শুক্রবার। এতে বলা হয়েছে, ‘গত মার্চে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ আমাকে একটি প্রতিনিধি দল নিয়ে চীন যাওয়ার প্রস্তাব দেন। আমি তা গ্রহণ করেছিলাম। শেষ পর্যায়ে এসে  বেইজিংয়ে রাজনৈতিক বৈঠকগুলি যথাযথ স্তরে হওয়ার ব্যাপারে চীন সরকারের পক্ষ থেকে কোনও নিশ্চয়তা মেলেনি। এমন পরিস্থিতিতে সফরের কোনও মানেই হয় না।’

শুক্রবার রাতে কলকাতায় অবস্থিত চীনের উপদূতাবাসের পক্ষ থেকেও একটি বিবৃতি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ‘মুখ্যমন্ত্রীর সফরসূচি চূড়ান্ত করতে চীন আপ্রাণ চেষ্টা করছিল। যে সময় এই সফর বাতিলের কথা ঘোষিত হয়েছে, তখনও গুরুত্বপূর্ণ বৈঠকগুলির ব্যাপারে চীনের চেষ্টায় কোনও ঘাটতি ছিল না। ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগও রাখা হচ্ছিল।

রাজ্য সরকারের বিবৃবিতে বলা হয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত সব কিছু ঠিকঠাক চলছিল। দুর্ভাগ্যজনকভাবে চীনের পক্ষে রাজনৈতিক বৈঠকগুলি যথাযথ স্তরে হবে, এমন কথা নিশ্চিতভাবে বলা হয়নি। বেইজিংয়ে ভারতীয় রাষ্ট্রদূত শুক্রবার বেলা ১২টার মধ্যে চীনের কাছ থেকে এ নিয়ে নিশ্চয়তা চান। তা পাওয়া যায়নি। ফলে সফর বাতিল করা ছাড়া উপায় ছিল না।

রাজ্য কর্মকর্তাদের মতে, ভারতীয় দূতাবাসের পক্ষে প্রাথমিকভাবে বলা হয়েছিল চীনের ভাইস প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর সঙ্গে মমতার বৈঠক হতে পারে। শেষ পর্যন্ত দূতাবাস সেই বৈঠকের আয়োজ করাতে পারেনি।  তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, এই ধরনের সফরে কার সঙ্গে বৈঠক হবে, তা সংশ্লিষ্ট দেশই ঠিক করে। অতিথি দেশ বড়জোর অনুরোধ জানাতে পারে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার পত্রিকা