ভারতীয় জেট এয়ারওয়েজের ফ্লাইটে ৩০ যাত্রী অসুস্থ

ভাতীয় জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে ৩০ যাত্রী অসুস্থ হয়ে পড়ায় তা মুম্বাই বিমানবন্দরে ফিরে আসে। বৃহস্পতিবার সকালের ফ্লাইটটিতে ক্ররা কেবিন প্রেসার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে এই ত্রিশ জন যাত্রীর নাক ও কান দিয়ে রক্ত পড়া শুরু হয়। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এখবর জানিয়েছে।

JETAIRWAYS

খবরে বলা হয়েছে, কান ও নাক দিয়ে রক্ত পড়া ছাড়াও অনেক যাত্রীর মাথা ব্যথা শুরু হয়। মুম্বাই বিমানবন্দরে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এক সিনিয়র ডিজিসিএ কর্মকর্তা বলেন, ২০ সেপ্টেম্বরের মুম্বাই-জয়পুর রুটের জেট এয়ারওয়েজের বি৭৩৭ একটি ফ্লাইট উড্ডয়নের পর মুম্বাই ফিরে আসে। উড্ডয়নের সময় ক্রুরা বিমানের ব্লিড সুইচ নির্বাচন করতে ভুলে যান। এতে করে কেবিনের প্রেসার নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।

ওই কর্মকর্তা আরও বলেন, এর ফলে অক্সিজেন মাস্ক উন্মুক্ত হয়। প্রাথমিকভাবে জানা গেছে, কয়েকজন যাত্রীর নাক দিয়ে রক্ত পড়েছে। ১৬৬ জন যাত্রীর মধ্যে ৩০ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে কারও নাক দিয়ে, কারও কান দিয়ে রক্ত পড়েছে এবং কয়েকজন মাথাব্যথার কথা জানিয়েছেন।

ঘটনাটি নিশ্চিত করে জেট এয়ারওয়েজের মুখপাত্র জানান, সব যাত্রীকে নামানো হয়েছে। যারা কানে ব্যথা ও নাক দিয়ে রক্ত পড়ার কথা জানিয়েছেন তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তদন্ত চলাকালীন ফ্লাইট ক্রুদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে।