মোদি হিন্দুত্ব বোঝেন না: রাহুল, রাহুল বিভ্রান্ত গান্ধী: বিজেপি

ভারতীয় জনতা পার্টির সভাপতি নরেন্দ্র মোদির উদ্দেশে করা মন্তব্যের জবাবে বিজেপি বলেছে, রাহুল ‘বিভ্রান্ত গান্ধী।’ তার হিন্দুত্ব রাজনৈতিক স্বার্থপ্রসূত। কংগ্রেস সভাপতি রাহুল বলেছিলেন, যে নরেন্দ্র মোদি হিন্দু ধর্মের মূল শিক্ষা অনুধাবনে সক্ষম নন তিনি আসলে কেমন হিন্দু? ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি লিখেছে, এর আগে ঠিক এমনিই এক প্রশ্ন রাহুলের বিরুদ্ধে তুলেছিল বিজেপি।3me681e8_rahul-gandhi-temple-visit-pti_625x300_27_November_18

রাজস্থানে অনুষ্ঠিত এক নির্বাচনি সভায় শনিবার (১ ডিসেম্বর) রাহুল গান্ধী মন্তব্য করেছেন, ‘হিন্দু ধর্মের মূল শিক্ষাটা কী? গীতা আমদের কী শিক্ষা দেয়? সবার মধ্যেই জ্ঞানের উৎস আছে। জ্ঞান ছড়িয়ে আছে চারপাশে। প্রাণ আছে এমন সব কিছু থেকেই জ্ঞান আহরণ করা যায়। আমাদের প্রধানমন্ত্রী বলেন, তিনি একজন হিন্দু। কিন্তু তিনি হিন্দুত্বের মূল শিক্ষাটাই বোঝেন না। তিনি কেমন হিন্দু?’

মোদির হিন্দুত্ব নিয়ে প্রশ্ন তোলার আগে বিজেপির তরফ থেকেও রাহুলের হিন্দুত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। রাহুলকে ‘পৈতাধারী ব্রাহ্মণ’ হিসেবে কংগ্রেসের প্রচারণা চলতে থাকার প্রেক্ষিতে গত অক্টোবরে বিজেপি নেতা সম্ভিত পাত্র প্রশ্ন তুলেছিলেন। তার প্রশ্ন ছিল, রাহুল যে নিজেকে পৈতাধারী ব্রাহ্মণ হিসেবে প্রচারণা চালাচ্ছেন, তা তিনি কেমন ব্রাহ্মণ? তার গোত্র বর্ণের তথ্য কোথায়?

এনডিটিভি লিখেছে, গত সপ্তাহেই রাজস্থানে একজন পুরোহিত রাহুল গান্ধীর গোত্র-বর্ণ সম্পর্কিত তথ্য প্রকাশ্যে উপস্থাপন করেছে। পুরোহিতের ভাষ্য মতে, রাহুল ‘দত্তাত্রেয়া’ ও কাশ্মিরি ব্রাহ্মণ। এবার রাহুলের পালা। তিনি প্রশ্ন ছুড়েছেন, ‘মোদি কেমন ব্রাহ্মণ?’

রাহুলের এমন প্রশ্নের জবাবে মুখ খুলেছেন বিজেপির নেতারা। বিজেপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ জয়পুরে বলেছেন, ‘পৈতাধারী ব্রাহ্মণটার জ্ঞান এমন বাড়া বেড়েছে যে এখন তার কাছ থেকে আমাদের হিন্দু ধর্মের মানে শিখতে হবে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সেইদিন যেন না আসে, যে সত্যি আমাদের রাহুল গান্ধীর কাছ থেকে হিন্দুত্বের মানে শিখতে হয়।’

ইউনিয়ন মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ মন্তব্য করেছেন, ‘রাহুল রাজনৈতিক স্বার্থে হিন্দু। রাহুল গান্ধীর সমস্যা হচ্ছে, তিনি ‘বিভ্রান্ত গান্ধী।’ রাজনৈতিক স্বার্থের খাতিরে তিনি তার হিন্দুত্ব পরিবর্তন করে চলেন। হিন্দুত্বের বিষয়ে তার কোনও নিষ্ঠা নেই। গুজরাটে তিনিনি শিবভক্ত হয়েছেন, রাজস্থানে গেলে হয়ে যান কৌল ব্রাহ্মণ গান্ধী।’