কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর মেজরসহ নিহত ৩

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে এক বিস্ফোরণে ভারতীয় সেনাবাহিনীর একজন মেজর ও এক সেনা নিহত হয়েছে। শুক্রবার রাজৌরি জেলার নিয়ন্ত্রণ রেখায় এই বিস্ফোরণ ঘটে। পৃথক ঘটনায় স্নাইপার রাইফেলের গুলিতে এক সেনা কুলী নিহত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এখবর জানিয়েছে।

7889

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে সীমান্তে পুঁতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে মেজরসহ দুজনের মৃত্যু হয়েছে। সন্দেহ করা হচ্ছে এসব বিস্ফোরক পাকিস্তানি সন্ত্রাসীরা পুঁতে রেখেছে।

অনিশ্চিত খবরের কথা উল্লেখ করে হিন্দুস্তান টাইমস লিখেছে, পাকিস্তান সেনাবাহিনীর বর্ডার অ্যাকশন টিম (বিএপি) এই হামলার নেপথ্যে রয়েছে।

এক প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দার জানান, একজন কর্মকর্তা ও একজন সেনা শহীদ হয়েছেন এবং আরও দুজন আইইডি বিস্ফোরণে আহত হয়েছেন। তবে হামলায় পাকিস্তানি সেনাবাহিনীর সংশ্লিষ্টতার খবরের বিষয়টি তিনি নিশ্চিত করেননি।

ভারতীয় সেনাবাহিনীর কর্নেল আনন্দ জানিয়েছেন, পৃথক ঘটনায় রাজৌরি জেলার সুন্দরবানি সেক্টরে স্নাইপার রাইফেলের গুলিতে এক সেনাকুলী নিহত হয়েছে।

এর আগে গত বছর ২১ অক্টোবর অনুপ্রবেশকারীর গুলিতে ভারতীয় সেনাবাহিনীর তিন সেনা নিহত হয়েছিলেন।