কাশ্মিরে ভারতীয় নিরাপত্তা অভিযানে নিহত ২

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে ভারতীয় নিরাপত্তাবাহিনীর অভিযানে বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে সোফিয়ান জেলায় এই বন্দুকযুদ্ধ হয় এবং তা চলমান রয়েছে বলে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এখবর জানিয়েছে।

indianarmykashmire-759

গত ২৪ ঘণ্টার মধ্যে কাশ্মির উপত্যকায় এটি দ্বিতীয় বন্দুকযুদ্ধের ঘটনা। মঙ্গলবার সকালেই জম্মু-কাশ্মির পুলিশের সঙ্গে একই জেলার হেফ শিরমাল এলাকায় আরেকটি বন্দুকযুদ্ধ হয়।

বন্দুকযুদ্ধ ঘিরে ঘটনাস্থলে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে করে নিরাপত্তাবাহিনীর সঙ্গে স্থানীয় যুবকদের সংঘর্ষ হয়। ঘটনার খবর সংগ্রহ করার কাজে নিয়োজিত বেশ কয়েকজন ফটোজার্নালিস্ট ছররা গুলিতে আহত হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর ওয়াসিম আন্দ্রাবি জানান, আমরা বারবার ক্যামেরা দেখানোর পরও নিরাপত্তাবাহিনীর সদস্যরা আলোকচিত্রীদের লক্ষ্য করে ছররা গুলি ছুড়েছে।

এর আগে সোমবার তিন সশস্ত্র ব্যক্তি মধ্য কাশ্মিরের বুধগাম জেলায় নিরাপত্তাবাহিনীর অভিযানে নিহত হয়েছে। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন কাশ্মিরের এক নিরাপত্তা কর্মকর্তা।

উল্লেখ্য, ২০১৬ সালের ৮ জুলাই বন্দুকযুদ্ধের নামে কাশ্মিরের স্বাধীনতাকামী তরুণ হিজবুল কমান্ডার বুরহান মুজাফফর ওয়ানিকে হত্যা করে ভারতীয় সেনারা। ওই হত্যাকাণ্ডের পর কাশ্মিরের জনগণ প্রতিবাদে ফুঁসে উঠে। এ হত্যাকাণ্ডের জেরে নারী ও শিশুসহ শতাধিক মানুষ নিহত ও ১২ হাজার মানুষ আহত হন। নিরাপত্তা বাহিনীর ছররা গুলির আঘাতে চোখ হারান শত শত মানুষ। ওই সময় থেকেই সোফিয়ান, পুলওয়ামা ও অনন্তনাগ এলাকা স্বাধীনতাকামীদের শক্ত ঘাঁটি হয়ে উঠে। কাশ্মিরে বিদ্রোহীদের সমর্থনে তরুণদের রাজপথে নামার প্রবণতা দিনকে দিন বাড়ছে। নিরাপত্তা অভিযানের মধ্য দিয়ে বিদ্রোহী হত্যার সাম্প্রতিক ঘটনাগুলোতে অতীতের তুলনায় প্রতিবাদ জোরালো হতে দেখা গেছে। তাছাড়া স্থানীয় নিরস্ত্র বাসিন্দাদেরকে দেখা গেছে বিদ্রোহীদের আশ্রয় দিতে। একই সময়ে সেখানে ভারতীয় নিরাপত্তাবাহিনীর অভিযান ক্রমাগত জোরদার হয়েছে। নিরাপত্তা অভিযানের নামে সেখানে প্রায়ই ঘটছে বেসামরিক হত্যার ঘটনা।