পাকিস্তান এখনও মরদেহ গুনছে অথচ বিরোধীরা প্রমাণ চায়: মোদি

বালাকোটে জইশ-ই-মুহাম্মদের ঘাঁটিতে ভারতের চালানো বিমান হামলায় এখনও নিহতের মরদেহ পাকিস্তান গুনছে বলে দাবি করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার উড়িষ্যায় এক নির্বাচনি প্রচারণায় তিনি বলেছেন, পাকিস্তান মরদেহ গুনে চললেও বিরোধীরা এখনও প্রমাণ দাবি করে চলেছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

নরেন্দ্র মোদি

১৪ ফেব্রুয়ারি কাশ্মিরের পুলওয়ামায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর ওপর জঙ্গি হামলায় বাহিনীর অন্তত ৪০ সদস্য নিহত হয়। এর জবাবে ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে জইশ-ই-মোহাম্মদের একটি অবস্থানে হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী। ভারতের রাজনৈতিক নেতারা এই হামলায় ৩০০ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করে।

পাকিস্তানের পক্ষ থেকে বালাকোটের বনাঞ্চলে হামলার কথা স্বীকার করা হলেও হতাহতের সংখ্যা অস্বীকার করা হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোও ওই এলাকা পরিদর্শন করে হতাহতের চিহ্ন দেখতে না পাওয়ার কথা জানায়।

এরই মধ্যে শুক্রবার উড়িষ্যায় আগামী মাসের জাতীয় ও প্রাদেশিক নির্বাচনি প্রচারণায় যান বিজেপি নেতা নরেন্দ্র মোদি। বিরোধী দলের নেতাদের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘এক মাস হয়ে গেছে, পাকিস্তান এখনও মরদেহ (জঙ্গিদের) গোনায় ব্যস্ত, আর এখানকার এসব মানুষ প্রমাণ চেয়ে বেড়াচ্ছে।’

কোরাপুতের জনসভায় মোদি বলেন, ‘ভারত যখন সন্ত্রাসীদের ঘরের ভিতরে গিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, হামলা চালাচ্ছে তখন এসব মানুষ প্রমাণ দাবি করছে।’

২০১৪ সালের নির্বাচনে উড়িষ্যার ২১ টি আসনের মধ্যে মাত্র একটিতে জয় পায় বিজেপি। আর রাজ্যসভার ১৪৭ আসনের মধ্যে পায় মাত্র দশটি। এবারের নির্বাচনে আরও ভালো করার আশা করছে ক্ষমতাসীন দলটি।