অযোধ্যার শ্রী সিতারাম মন্দিরে ইফতার

পবিত্র রমজান মাসে ভারতের অযোধ্যার শ্রী সিতারাম মন্দিরে ইফতারের আয়োজন করা হচ্ছে। প্রতি সোমবার মন্দির প্রাঙ্গণে এই ইফতারের আয়োজন করা হয়। এতে সব ধর্মের মানুষ অংশ নেন।

5056499ed4424d1b68169f49150d7fa4

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র খবরে বলা হয়েছে, মন্দিরে ইফতারের আয়োজনে ধর্মীয় সম্প্রীতির উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। মন্দির প্রাঙ্গণে সব ধর্মের মানুষ একসঙ্গে ইফতার করেন।

মন্দিরের পুরোহিত যুগল কিশোর বলেন, তৃতীয়বারের মতো আমরা ইফতারের আয়োজন করলাম। ভবিষ্যতেও আমি এমন আয়োজন অব্যাহত রাখবো। সব উৎসব আমাদের একসঙ্গে পালন করা উচিত।

একই ধরনের অনুভূতির কথা জানালেন ইফতারে যোগ দেওয়া মুজাম্মিল ফিজা। তিনি হিন্দু বন্ধুদের সঙ্গে নভোরাত্রি উদযাপন করেন। বলেন, স্বার্থান্বেষী মহল চায় না সব ধর্মের মানুষ একত্রিত হোক এবং ইফতারের মতো কিছু আয়োজন করুক। যে দেশে ধর্মের নামে রাজনীতি চলে সেখানে যুগল কিশোরের মতো মানুষ ভালোবাসার বার্তা ছড়িয়ে দেন।