পদত্যাগের সিদ্ধান্তে অনড় রাহুল, বললেন বিকল্প খুঁজতে

লোকসভা নির্বাচনে বড় ধরনের বিপর্যয়ের পরই কংগ্রেসের শীর্ষ নীতিনির্ধারণী কমিটির কাছে পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কিন্তু কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটিতে তা সর্বসম্মতিক্রমে খারিজ করা হয়। তাকেই দায়িত্ব দেওয়া হয় দল পুনর্গঠনের। তবে সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি নিজস্ব সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, পদত্যাগের সিদ্ধান্তে অনড় রাহুল। কংগ্রেসের দুই প্রতিনিধিকে বিকল্প খুঁজতে বলেছেন তিনি।

5ceb5dd22100003000e6696d

এনডিটিভি’র খবরে বলা হয়েছে, দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্তের বিষয়ে রাহুল মত পাল্টাবেন না বলে জানিয়ে দিয়েছেন। ফলে দলের জন্য নতুন সভাপতি খুঁজতে হবে। এছাড়া দলের নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করছেন না তিনি। নির্ধারিত সব বৈঠক ও সাক্ষাৎ বাতিল করা হয়েছে। তবে দলের দু’জন প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।

সংশ্লিষ্ট সূত্র এনডিটিভিকে বলেছে, সোমবার সকালে রাহুল গান্ধী কংগ্রেসের সিনিয়র নেতা আহমেদ প্যাটেল ও কেসি ভেনুগোপালকে বলেছেন, তার সিদ্ধান্ত অপরিবর্তিত আছে। ফলে দলের জন্য নতুন প্রধান খুঁজতে হবে।

এর আগে পদত্যাগের প্রস্তাব দেওয়ার পর প্রথম টুইটে রাহুল তার প্র-পিতামহ সাবেক প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন।

রাহুলের ঘনিষ্ঠ সূত্র জানায়, তিনি পদত্যাগের সিদ্ধান্তে অটল থাকলেও এই পদকে একেবারে বর্জন করছেন না। তিনি নতুন দলীয় প্রধান খুঁজতে দলকে সময় দেবেন।

এনডিটিভি বিভিন্ন খবরের বরাত দিয়ে জানিয়েছে,  মা সোনিয়া গান্ধী ও বোন প্রিয়াঙ্কা গান্ধী রাহুলের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন। শুরুতে তারা সিদ্ধান্ত পরিবর্তন করানোর চেষ্টা করেছিলেন। কিন্তু পরে তারা স্বীকার করে নেন, পরিবর্তন দরকার।

সূত্র জানায়, কংগ্রেসের সিনিয়র নেতাদের আহ্বানের পরও রাহুল সিদ্ধান্ত পরিবর্তন করছেন না। যদিও আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, শনিবারের বৈঠকে সর্বসম্মতিক্রমে রাহুলের পদত্যাগ খারিজ করা হয়েছে। তবে সোমবার এক বিবৃতিতে কংগ্রেস একটি রুদ্ধদ্বার বৈঠকের আলোচনার প্রতি সংবাদমাধ্যমের শ্রদ্ধা জানানোর জন্য আহ্বান জানিয়েছে। দলের ভবিষ্যৎ নিয়ে জল্পনা ও গুজব না ছড়ানোরও আহ্বান জানিয়েছে দলটি।