মুম্বাইয়ে টেলিফোন ভবনে আগুন, শতাধিক আটকে পড়ার আশঙ্কা

ভারতের মুম্বাইয়ের মহানগর টেলিফোন নিগাম লিমিটেডের একটি ভবনে বড় ধরনের অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। পশ্চিম বান্দ্রা এলাকায় অবস্থিত ভবনটিতে সোমবার বিকাল ৩টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আশঙ্কা করা হচ্ছে, আগুনের কারণে ১০ তলা ভবনটিতে শতাধিক মানুষ আটকা পড়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।

898

খবরে বলা হয়েছে, ভবনটি থেকে ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। ভবনে আটকে পড়া মানুষেরা সাহায্যের জন্য চিৎকার করছেন। ভবনটির তৃতীয় ও চতুর্থ তলায় আগুন লেগেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, দমকল বিভাগের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে। অ্যাম্বুলেন্স ও ছয়টি পানির ট্যাংকার ঘটনাস্থলে রয়েছে।

দমকল কর্মকর্তা পি. রাহাঙ্গালে বলেন, পুরো ভবনটি ধোঁয়ায় ঢেকে গেছে। উপরের তলাগুলোতে কিছু মানুষ আটকে পড়ার কথা জানা গেছে। উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে আনার অভিযান চলছে।