দুর্ঘটনায় ধর্ষণের শিকার নারী, বিজেপি বিধায়কের বিরুদ্ধে মামলা

ভারতে ধর্ষণের শিকার নারী সড়ক দুর্ঘটনায় পড়েছেন। দুর্ঘটনায় তার দুই আত্মীয় নিহত হয়েছেন এবং তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এই ঘটনায় ভারতের এক বিজেপি বিধায়ক কুলদীপ সিংসহ নয় জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। এই বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন ওই নারী। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।

PTI4_12_2018_000002B-770x433

রবিবার বিকালে পরিবারের সঙ্গে রায় বেরেলিতে যাচ্ছিলেন ধর্ষণের শিকার ওই নারী। পথে একটি ট্রাক মুখোমুখি তাদের গাড়িতে ধাক্কা দেয়। এতে ওই নারীর দুই আত্মীয়া নিহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে রাখা হয়েছে লাইফ সাপোর্ট সিস্টেমে। এই ঘটনায় হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। এফআইরে জেলবন্দি বিধায়ক কুলদীপ ও তার ভাই মনোজ সিং সেনগারসহ আটজনের বিরুদ্ধে খুনের মামলা করা হয়েছে।

এক পুলিশ কর্মকর্তা এফআইআর দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। আর তা দায়ের করেছেন ওই নারীর এক চাচা। তিনি জানান,  জালিয়াতির মামলায় রায় বেরেলিতে কারাগারে বন্দি কুলদীপ তাদের পুরো পরিবারকে হত্যার চেষ্টা করেছেন।

অভিযোগকারিণীর মায়েরও দাবি, এটা কোনও দুর্ঘটনা নয়। আমাদের সবাইকে মেরে ফেলার চক্রান্ত হয়েছিল। অভিযুক্তরা আমাদের হুমকি দিচ্ছে। কুলদীপ জেলে বন্দি থাকলেও তার কাছে মোবাইল আছে। তিনি জেল থেকেই ফোনে নির্দেশ দেন।

পুলিশ জানিয়েছে, ঘাতক ট্রাকটির নাম্বার প্লেটের ওপরে কালো রং লেপে দেওয়া হয়েছিল। কিন্তু পুলিশ নম্বরটি জানতে পেরেছে।

ধর্ষণের অভিযোগকারী নারীর অভিযোগ, ২০১৭ সালে এক আত্মীয়ের সঙ্গে সেনগারের বাড়িতে চাকরির জন্য তদবির করতে গিয়েছিলেন তিনি। ওই সময় সেনগার তাকে ধর্ষণ করেন।

দুর্ঘটনার পর উত্তরপ্রদেশ সরকার ঘোষণা করেছে, আহতদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে। তবে অভিযোগকারিণীর পরিবারের দাবি, তাকে বিমানে দিল্লিতে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হবে।