কাশ্মির ইস্যুতে রুদ্ধদ্বার বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ

কাশ্মির ইস্যুতে শুক্রবার রুদ্ধদ্বার বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীনের অনুরোধে এই বৈঠক আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের এক কূটনীতিক জানান, বুধবার পরিষদের অনানুষ্ঠানিক পরামর্শ সভায় চীনের লিখিত অনুরোধে রুদ্ধদ্বার বৈঠকের সিদ্ধান্ত গৃহীত হয়।

UNSC-session

জম্মু-কাশ্মিরের স্বায়ত্তশাসন ও বিশেষ অধিকার বাতিলে জাতিসংঘে বৈঠকের আবেদন করেছিল পাকিস্তান। কিন্তু এতে কাজ না হওয়ায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মুহাম্মদ কুরেশি চিঠি দেন নিরাপত্তা পরিষদে। নিরাপত্তা পরিষদের সভাপতি জোয়ানা রোনেকাকে এই চিঠি দেন জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মালেহা লোদি। পরে কুরেশি সমর্থন আদায়ে চীন সফর করেন।

নিরাপত্তা পরিষদের এক কূটনীতিক জানান, বৈঠকটি রুদ্ধদ্বার হওয়ার কারণে পাকিস্তান হয়তো তাতে অংশগ্রহণ করতে পারবে না। কারণ, এই ধরনের বৈঠক সম্প্রচার বা সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয় না।

ওই কূটনীতিক আরও জানান, চীন চেয়েছিল বৈঠকটি বৃহস্পতিবারই অনুষ্ঠিত হোক। কিন্তু দিনটিতে কোনও বৈঠক না রেখেই সূচি আগেই নির্ধারণ করা হয়েছিল। ফলে তা শুক্রবার আয়োজন করা হচ্ছে।

নিরাপত্তা পরিষদের সভাপতি জোয়ানা বৈঠকটির বিস্তারিত ও সময় নিয়ে কাজ করছেন বলেও জানান ওই কূটনীতিক।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, চীন বাদে জাতিসংঘের স্থায়ী চার সদস্য প্রকাশ্যে কাশ্মির ইস্যুতে ভারতের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছে।

গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার। লাদাখ ও কাশ্মিরকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে পার্লামেন্টে বিল আনা হয়। বিরোধীরা বিষয়টি নিয়ে সরব হলেও তাদের ঐক্যবদ্ধ বিরোধিতার অভাবে ভারতের লোকসভা ও রাজ্যসভা—দুই কক্ষেই পাস হয়ে যায় বিলটি।