উত্তর প্রদেশের কলেজ-বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ মোবাইল ফোন

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ রাজ্যটির সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ করেছেন। এই নিষেধাজ্ঞা কার্যকর করতে রাজ্যটির উচ্চ শিক্ষা অধিদপ্তর একটি নির্দেশনা জারি করেছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

78789

খবরে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা জারির পর শিক্ষার্থীরা কলেজ বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোবাইল ফোন নিয়ে প্রবেশ বা ব্যবহার করতে পারবে না। এই নিষেধাজ্ঞা শিক্ষকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

রাজ্যের সবগুলো কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষার জন্য উন্নত পরিবেশ সৃষ্টির জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

রাজ্য সরকার জানিয়েছে, দেখা গেছে শিক্ষার্থী ও শিক্ষকরা তাদের প্রাতিষ্ঠানিক ঘণ্টার অনেক মূল্যবান সময় নষ্ট করেন মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে।

উল্লেখ করা প্রয়োজন, মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ এরই মধ্যে সরকারি কর্মকর্তাদের বৈঠক ও মন্ত্রিসভার বৈঠকে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছেন। গুরুত্বপূর্ণ বৈঠকে কয়েকজন মন্ত্রী হোয়াটসঅ্যাপে বার্তা পড়ায় ব্যস্ত থাকতে পাওয়ার পর এই ব্যবস্থা নেওয়া হয়।