ভারতীয় নৌবাহিনীর প্রথম নারী পাইলট শিবাঙ্গী

ভারতের নৌবাহিনীর প্রথম নারী পাইলট হলেন সাব-লেফটেন্যান্ট শিবাঙ্গী। সোমবার (২ ডিসেম্বর ) ভারতের নৌবাহিনীর ইতিহাসে প্রথম নারী পাইলট হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এনডিটিভি এখবর জানিয়েছে।

191202112111-indian-first-wiman-navy-pilot-03-exlarge-169

ভারতীয় নৌবাহিনীতে সোমবারের আগ পর্যন্ত ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব পালন করেছেন নারীরা। যাদের প্রধান কাজ ছিল পর্যবেক্ষণ। এই প্রথমবার নৌবাহিনীর পাইলট হিসেবে দায়িত্ব নিলেন কোনও নারী। সোমবার কেরালার কোচি থেকে নৌ বাহিনীর সদর দফতরে যোগ দেন শিবাঙ্গী।

ভারতীয় নৌবাহিনীতে প্রথম নারী পাইলট হিসেবে দায়িত্ব নেওয়ার পর শিবাঙ্গী বলেন, ‘অনেক বড় সিদ্ধান্ত। এই দায়িত্ব পেয়ে আমি গর্বিত। দেশের সম্মান রক্ষা করব।’

বিহারের মুজফফরপুরের বাসিন্দা শিবাঙ্গী পড়াশোনা করেছেন ডিএভি পাবলিক স্কুল থেকে। ইঝিমালায় ভারতীয় নৌবাহিনীর অ্যাকাডেমি থেকে ২৭ এনওসি প্রশিক্ষণ নিয়ে নৌবাহিনীর এসএসসি পাইলট হিসেবে যোগ দিলেন শিবাঙ্গী। সাদার্ন ন্যাভাল কম্যান্ডে প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি।