‘দাঙ্গাবাজদের’ পরিচয় প্রকাশ জারি রাখবে উত্তর প্রদেশ

এলাহাবাদের হাই কোর্ট নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভকারীদের ছবি সম্বলিত পোস্টার নামিয়ে ফেলার নির্দেশ দেওয়ার পরও উত্তর প্রদেশ সরকার জানিয়েছে তারা বিক্ষোভকারীদের পরিচয় প্রকাশ অব্যাহত রাখবে। ডিসেম্বরে রাজ্যটিতে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভকারীদের ছবি নামিয়ে ফেলার জন্য লক্ষ্ণৌ প্রশাসনকে হাই কোর্ট নির্দেশ দেওয়ার পর এই অবস্থান জানালো রাজ্য সরকার। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এখবর জানিয়েছে।

naming_shaming_pti_photo-770x433

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মিডিয়া উপদেষ্টা মৃত্যুঞ্জয় কুমার টুইটারে বলেছেন, এলাহাবাদ হাই কোর্ট সরকারকে বিক্ষোভকারীদের ছবিযুক্ত পোস্টার নামিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন, অভিযোগ প্রত্যাহারের নয়। ফলে আমরা দাঙ্গাবাজদের পরিচয় প্রকাশ করতে চেষ্টা করে যাব।

মৃত্যুঞ্জয় আরও লিখেছেন, যোগীর শাসনামলে দাঙ্গাবাজদের জন্য কোনও দয়ামায়া নেই।

এর আগে রবিবার এলাবাহাবাদ হাই কোর্টের বেঞ্চ প্রধান বিচারপতি গোবিন্দ মাথুর ও বিচারপতি রমেশ সিনহা জেলার ম্যাজিস্ট্রেট ও লক্ষ্ণৌ পুলিশ কমিশনারকে এই বিষয়ে ১৬ মার্চ প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। ৭ মার্চ আদালত স্বপ্রণোদিত হয়ে সুয়ো মুটো রুল জারি করে এই পদক্ষেপকে ‘নির্লজ্জ কর্মকাণ্ড’ আখ্যা দিয়ে তা ‘সাধারণ মানুষের গোপনীয়তার ওপর হস্তক্ষেপ’ বলে উল্লেখ করা হয়েছে।

রাজ্যের বিরোধী দলগুলো হাই কোর্টের আদেশকে স্বাগত জানিয়েছে।

উল্লেখ্য, ৫ মার্চ (বৃহস্পতিবার) উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্মৌর বড় রাস্তার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ৫৩ জনের ছবি, নাম, ঠিকানা দিয়ে পোস্টার টানায় যোগী প্রশাসন। তাদের মধ্যে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার এস আর দারাপুরি, সমাজকর্মী মহম্মদ শোয়েব, কবি দীপক কবীর, কংগ্রেসের স্থানীয় মহিলা নেত্রী সাদাফ জাফরের মতো বিশিষ্টরা রয়েছেন। উত্তর প্রদেশ প্রশাসনের একটি সূত্র জানায়, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশেই ওই পোস্টারগুলো পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে টানানো হয়েছে।