মায়ের আশীর্বাদ আছে, করোনায় আমাদের কিছু হবে না: দিলীপ ঘোষ

ভারতে ক্ষমতাসীন বিজেপির পশ্চিমবঙ্গ সভাপতি দিলীপ ঘোষ আবারও বিতর্কের জন্ম দিয়েছেন। এবার করোনা ভাইরাস নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার মেদিনীপুরের এই সাংসদ বলেছেন, করোনা ভাইরাসে আমাদের কিছু হবে না, মায়ের আশীর্বাদ আছে।

dilip-ghosh-759

করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমশই বেড়ে চলেছে ভারতে। কেরালায় নতুন আক্রান্তের সংখ্যা ছয়। কর্নাটকে মঙ্গলবার তিন জনের শরীরে ভাইরাসের খোঁজ পাওয়া গেছে। পুনেতে সোমবার দু’জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তিন রাজ্যে নতুন আক্রান্তের সংখ্যা ১১। সব মিলিয়ে ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬।

মঙ্গলবার পূর্ব মেদিনীপুরে বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘সারা দুনিয়ায় দেখুন করোনা ভাইরাসের ভয়ে বাইরে কেউ বের হচ্ছেন না। কোটি কোটি লোক ঘরের মধ্যে বন্দি। চাঁদ-সূর্যে পৌঁছে যাচ্ছে যারা, তারা বাড়ির বাইরে পা রাখছেন না। আমাদের দেখুন, আমরা একসঙ্গে জল খাছি, সেই হাতেই প্রসাদ খাচ্ছি। আমাদের কিছু হবে না, মায়ের আশীর্বাদ রয়েছে। এর থেকে ডেঙ্গু-ম্যালেরিয়ায় বেশি মানুষ মারা যায়’।

বেশ কয়েকদিন আগে গরুর দুধে সোনা রয়েছে দাবি করে বিতর্কের মুখে পড়েছিলেন দিলীপ ঘোষ। এবার করোনা আতঙ্ক যখন ভারতে ছড়িয়ে পড়ছে, তার এই বিতর্কিত মন্তব্য নতুন মাত্রা দিলো।