একাধিক টুইটে প্রণব মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা নরেন্দ্র মোদির

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার একাধিক টুইট বার্তায় প্রয়াতের পরিবার, বন্ধুমহল ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি সমবেদনা জানান তিনি।

Egv-3y4VoAAuAVC

টুইটারে নরেন্দ্র মোদি লিখেছেন, ভারত রত্ন শ্রী প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে ভারত শোকাহত। আমাদের জাতির উন্নয়নে তিনি অমোচনীয় চিহ্ন রেখে গেছেন। একজন পণ্ডিত, এক গৌরবময় রাষ্ট্রনায়ক, রাজনৈতিক জগতে ও সমাজের সব শ্রেণির কাছে তিনি প্রশংসিত ছিলেন।

আরেকটি টুইটে মোদি লিখেছেন, কয়েক দশকের রাজনৈতিক জীবনে প্রণব মুখোপাধ্যায় অর্থনৈতিক ও কৌশলগত মন্ত্রণালয়ে অনেক অবদান রেখেছেন। তিনি ছিলেন অসাধারণ পার্লামেন্টারিয়ান, সদাপ্রস্তুত, চরম বিজ্ঞ এবং চিত্তাকর্ষক।

তৃতীয় টুইটে তিনি লিখেছেন, ভারতের রাষ্ট্রপতি হিসেবে প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি ভবনকে সাধারণ, আরও বেশি জনমুখী করেছেন। তিনি প্রেসিডেন্ট হাউজকে শিক্ষা, উদ্ভাবন, সংস্কৃতি, বিজ্ঞান ও সাহিত্যের কেন্দ্রে পরিণত করেন। গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়ে তার জ্ঞানী পরামর্শ আমি কখনও ভুলবো না।