মারা গেলেন সিপিআই’র প্রবীণ নেতা এবি বর্ধন

কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (সিপিআই) প্রবীণ নেতা অর্ধেন্দু ভুষণ বর্ধন মারা গেছেন। শনিবার সন্ধ্যায় ৯২ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গত মাসে অসুস্থতার কারণে নয়া দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন বর্ধন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সিপিআই নেতাকে দেখতে যান কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী, জনতা দলের (ইউনাইটেড) নেতা শারদ যাদব।

ভারতের  ট্রেড ইউনিয়ন আন্দোলন ও মহারাষ্ট্রে বাম রাজনীতির অন্যতম নেতা ছিলেন বর্ধন। তিনি ১৯৫৭ সালে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন।  পরে তিনি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সাধারণ সম্পাদক ও সভাপতি নির্বাচিত হন। এই ট্রেড ইউনিয়ন ভারতের সবচেয়ে পুরনো ট্রেড ইউনিয়ন।

১৯৯০ সালের দিকে বর্ধন দিল্লিতে যান এবং সিপিআইয়ের ডেপুটি জেনারেল সেক্রেটারি নির্বাচিত হন। ১৯৯৬ সালে ইন্দ্রজিৎ গুপ্তকে হারিয়ে তিনি সিপিআইয়ের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

/এএ/