ভারতে ক্লিনিক্যাল ট্রায়াল চালাতে চায় জনসন অ্যান্ড জনসন

মার্কিন ফার্মা জায়ান্ট জনসন অ্যান্ড জনসন জানিয়েছে, তাদের উদ্ভাবিত এক ডোজের করোনা ভ্যাকসিনের প্রাথমিক পর্বের ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনার জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা চলছে। শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে। সূত্রের বরাতে খবরে বলা হয়েছে, শিগগিরই কোম্পানিটির পক্ষ ভারতের ওষুধ নিয়ন্ত্রকের কাছে অনুমোদন চাওয়া হবে।

এক বিবৃতিতে জনসন অ্যান্ড জনসন জানায়, ভারতে আমাদের জেনসেন কোভিড-১৯ ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করার জন্য ভারত সরকারের সঙ্গে আলোচনা চলছে। এটির জন্য স্থানীয় নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন লাগবে।

বিবৃতিতে আরও বলা হয়, বিশ্বের মানুষের জন্য নিরাপদ ও কার্যকর কোভিড-১৯ ভ্যাকসিন নিয়ে আসার জন্য পূর্ণ মনোনিবেশ করছে জনসন অ্যান্ড জনসন।

বড় আকারের ক্লিনিক্যাল ট্রায়ানের জনসনের ভ্যাকসিনটির কার্যকারিতা যুক্তরাষ্ট্রে ৮৫.৯ শতাংশ, দক্ষিণ আফ্রিকায় ৮১.৭ শতাংশ এবং ব্রাজিলে ৮৭.৬ শতাংশ ছিল।

মার্চ মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভ্যাকসিনটি জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেয়। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নও ভ্যাকসিনটি ব্যবহারের অনুমোদন দিয়েছে।