পশ্চিমবঙ্গে অন্তত ১৯০ আসনে এগিয়ে তৃণমূল

পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯২টি আসনের মধ্যে অন্তত ১৯০ টি আসনে এগিয়ে গিয়েছে শাসক দল তৃণমূল। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার হিসেবে তৃণমূল এগিয়ে রয়েছে ১৯০ টি আসনে। এদিকে এবিপি আনন্দ বলছে, তৃণমূল এগিয়ে রয়েছে ১৯৪টি আসনে।

বিধানসভার মোট আসন ২৯৪টি থাকলেও নির্বাচনের মধ্যে দুই প্রার্থীর মৃত্যু হওয়ায় দুটি আসনের নির্বাচন স্থগিত হয়। ফলে, আজ ২৯২টি আসনের ভোট গণনা শুরু হয়েছে কড়া নিরাপত্তার মধ্যেই।

রবিবার ভারতীয় সময় সকাল আটটা (বাংলাদেশ সময় সাড়ে আটটা) থেকে শুরু হয়েছে। গণনার তিন ঘণ্টা পর দেখা যাচ্ছে, ক্ষমতাসীন তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে যাচ্ছে। আনন্দবাজারের হিসেবে বিজেপির এগিয়ে থাকা আসন ৯২টি, আর এবিপি আনন্দের হিসেবে এই সংখ্যা ৯৩।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সবথেকে আলোচিত কেন্দ্র নন্দীগ্রামে এগিয়ে গেছেন শুভেন্দু অধিকারী। পিছিয়ে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময়’ খবর দিয়েছে, প্রথম রাউন্ড শেষে ১৪৯৭ ভোটে এগিয়ে যান শুভেন্দু অধিকারী। দ্বিতীয় রাউন্ডের শেষে তার লিড বেড়ে দাঁড়ায় ৩৪৬০।