ভারত থেকে ফ্লাইট আবারও চালু করবে অস্ট্রেলিয়া

করোনাভাইরাসের মহামারির মধ্যে ভারতে আটকা পড়া নাগরিকদের দেশে ফেরাতে ব্যর্থতার জন্য সমালোচিত হয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। আর এরপরই ভারত থেকে নাগরিকদের ফেরানোর উদ্যোগ নিয়েছেন তিনি। চলমান ফ্লাইট নিষেধাজ্ঞা আগামী ১৫ মে শেষ হওয়ার পর তা আবারও চালুর ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ভারত থেকে অস্ট্রেলিয়ায় যাতায়াত গত ২৭ এপ্রিল থেকে বন্ধ করে দেওয়া হয়। আগামী ১৫ মে পর্যন্ত এই ফ্লাইট বন্ধ রাখা হবে। এই সময়ের মধ্যে অস্ট্রেলিয়ার নাগরিকেরা দেশে ফিরলে জেল কিংবা জরিমানার মুখোমুখি হতে পারে। পরে সমালোচনার মুখে পড়ে এই হুমকি প্রত্যাহার করে নেন তিনি।

শুক্রবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, সুরক্ষিত না থাকা নাগরিকদের ফিরিয়ে আনা শুরু হবে। এই ধরনের প্রায় নয়শ’ অস্ট্রেলিয়ার নাগরিক বর্তমানে ভারতে অবস্থান করছে। এছাড়া ভারতে অবস্থান করা মোট অস্ট্রেলীয় নাগরিকের সংখ্যা নয় হাজারেরও বেশি।

স্কট মরিসন বলেছেন আগামী ১৫ মে ভ্রমণ নিষেধাজ্ঞা শেষ হবে। তবে ভারত থেকে বাণিজ্যিক ফ্লাইট কবে থেকে শুরু হবে সেই বিষয়ে আগামী সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

ভারতে করোনা পরিস্থিতি মারাত্মক আকার নেওয়ার পর এই কঠোর নিষেধাজ্ঞা নেয় অস্ট্রেলিয়ার সরকার। ভারতে বর্তমানে প্রতিদিনই তিন লাখের বেশি রোগী শনাক্ত হচ্ছে আর হাসপাতালগুলোতে চলছে মারাত্মক অক্সিজেন সংকট।