পশ্চিমবঙ্গে দুই সপ্তাহের লকডাউন ঘোষণা

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারতের পশ্চিমবঙ্গে দুই সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। রবিবার থেকে শুরু হওয়া এই লকডাউনে সব অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়া কলকাতা মেট্রো সার্ভিসসহ পরিবহন সেবাও বন্ধ থাকবে। তবে অতি প্রয়োজনীয় সেবাগুলো কার্যক্রম চালানোর অনুমোদন পাবে। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সম্প্রতি আট ধাপের নির্বাচন শেষে পশ্চিমবঙ্গে গঠিত হয়েছে নতুন সরকার। নির্বাচনি প্রচারণায় বড় বড় সমাবেশ আর জনসমাগম হয়েছে। অনেকে মনে করছেন সম্প্রতি রাজ্যটিতে করোনা সংক্রমণ বাড়ার নেপথ্যে নির্বাচনের বড় ভূমিকা রয়েছে।

সদ্য দায়িত্ব নেওয়া রাজ্য সরকারের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় লকডাউনের নোটিশ জারি করেছেন। এতে কেবলমাত্র জরুরি সেবা সার্ভিস খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। মুদি এবং নিত্যপ্রয়োজনীয় দোকানপাট সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা রাখা যাবে। মিষ্টির দোকান খোলা যাবে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত। তবে পেট্রোল পাম্প ও ব্যাংক খোলা রাখা যাবে দশটা থেকে বেলা দুইটা পর্যন্ত।

শিল্প কারখানা বন্ধ থাকবে, তবে চা বাগান সচল থাকতে পারবে ৫০ শতাংশ লোকবল দিয়ে। লকডাউনের সময় রাজ্যটিতে কোনও ধরনের সাংস্কৃতিক, রাজনৈতিক, অ্যাকাডেমিক, প্রশাসনিক কিংবা ধর্মীয় জমায়েত হতে পারবে না। এছাড়া সকাল নয়টা থেকে পরদিন ভোর পাঁচটা পর্যন্ত ঘরের বাইরে জনসমাগম করা যাবে না। বিয়ের অনুষ্ঠানে ৫০ জনের বেশি জমায়েতের অনুমতিও দেওয়া হবে না।

শুক্রবার রাজ্যটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২০ হাজার ৮৪৬ জন। আর এসংক্রান্ত রোগে মৃতের পরিমাণ ১৩৬ জন। এছাড়া রাজ্যটিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যাও বেড়েছে।