গ্রাম করোনামুক্ত করতে প্রতিযোগিতা

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে অভিনব এক উদ্যোগ নিয়েছে ভারতে মহারাষ্ট্র রাজ্য সরকার। করোনাবিধি মেনে চলে করোনার বিস্তার কমানোর জন্য গ্রামবাসীদের উৎসাহিত করতে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আর এ প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে ‘কোভিডমুক্ত গ্রাম প্রতিযোগিতা’। এতে বিজয়ী গ্রামের জন্য পুরস্কার থাকছে ৫০ লাখ রুপি। ভারতীয় বার্তা সংস্থা এএনআই এখবর জানিয়েছে।

মহারাষ্ট্রের গ্রামীণ উন্নয়নমন্ত্রী হাসান মুশরিফ বুধবার এই প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়েছেন। প্রতিযোগিতায় প্রথমস্থান অর্জনকারী গ্রাম পাবে ৫০ লাখ রুপি, দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা গ্রাম পাবে যথাক্রমে ২৫ ও ১৫ লাখ রুপি।

প্রতিযোগিতায় করের ওপর ভিত্তি করে মহারাষ্ট্রকে ৬টি বিভাগে ভাগ করা হয়েছে। প্রতিটি বিভাগের তিনটি গ্রাম পঞ্চায়েতকে পুরস্কার দেবে রাজ্য সরকার।

এই বছরের ১ জুন থেকে ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত গ্রামগুলোর কাজের পর্যালোচনার ভিত্তিতে এই প্রতিযোগিতা হবে। এতে নম্বর থাকবে ৫০।

রাজ্য সরকারের তথ্য অনুসারে, বৃহস্পতিবার মহারাষ্ট্রে নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৫ হাজার ১৬৯ জন এবং মৃত্যু হয়েছে ২৮৫ জনের।

সম্প্রতি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব থ্যাকার  রাজ্যের  তিনটি গ্রাম পঞ্চায়েতের প্রশংসার করেছিলেন করোনাবিধি মেনে চলার জন্য। তাই এই আর্থিক পুরস্কার গ্রামগুলোকে করোনামুক্ত করার প্রতিযোগিতায় উৎসাহী করবে বলে ধারণা করা হচ্ছে।