নিজের ‘মৃত্যু সনদ’ সংগ্রহের ফোন পেলেন তিনি!

জীবিত হয়েও সরকারি নথিতে মৃত থাকার কথা প্রায়ই শোনা যায়। তবে নিজেদের মৃত্যুর সনদপত্র সংগ্রহের ফোন পাওয়া প্রথম ব্যক্তি সম্ভবত মহারাষ্ট্রের থানে পৌর এলাকার এই ব্যক্তি।

চন্দ্রশেখর দেশাই নামের ব্যক্তিকে স্থানীয় পৌর করপোরেশনের পক্ষ ফোন দিয়ে বলা হয়েছে, মৃত্যুর সনদপত্র সংগ্রহ করার জন্য।

চন্দ্রশেখরের দাবি,  আমাকে আমারই মৃত্যুর সনদপত্র সংগ্রহ করার জন্য পৌর করপোরেশন থেকে ফোন দেওয়া হয়।

থানে পৌর কর্পোরেশনের প্রশাসক সন্দ্বীপ মালভী এ বিষয়ে জানান, এটি প্রযুক্তিগত ত্রুটি ছাড়া আর কিছুই না। ইতোমধ্যে নামের তালিকাটি আবার যাচাই করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে মালভী বলেন, এই তালিকাটি আমরা প্রস্তুত করিনি। এটি পুনে অফিস থেকে এসেছে। তথ্য পুনরায় যাচাইয়ের জন্য সেখানে জানানো হয়েছে। সূত্র: এনডিটিভি