টিকা দিতে নদী পাড়ি!

কর্তব্য পালন করতে গিয়ে স্বাস্থ্যকর্মীদের সামর্থ্যের বাইরে চলে যাওয়ার নজির পৃথিবীতে কম নেই। আর সেই তালিকায় নতুন করে যোগ হয়েছে ভারতের জম্মু ও কাশ্মিরের একদল স্বাস্থ্যকর্মীর প্রচেষ্টা। টুইটারে প্রকাশ হওয়া ভিডিওতে সামনে এসেছে করোনা মহামারি মোকাবিলায় মানুষের প্রাণান্ত উদ্যোগের চিত্র।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই ভিডিওটি পোস্ট করেছে। ঘটনার বর্ণনায় বার্তা সংস্থাটি জানিয়েছে, মানুষের বাড়ি বাড়ি টিকা পৌঁছে দিতে স্বাস্থ্যকর্মীরা খরস্রোতা একটি নদী পাড়ি দিচ্ছেন। তারা লিখেছে, রাজৌরি জেলার ত্রাল্লা গ্রামে বাড়ি বাড়ি কোভিড-১৯ এর টিকা পৌঁছে দিতে নদী পার হচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। ত্রাল্লা স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ডা. ইরাম ইয়াসমিন ভিডিওটি ধারণ করেছেন।

ভিডিওতে দেখা গেছে বহমান নদীর মাঝখানে দাঁড়িয়ে আছেন কয়েক জন। সতর্কতার সঙ্গে নদী পার হওয়ার চেষ্টা করছেন তারা।

ভিডিওটি পোস্ট হওয়ার পর থেকে এটি ২৩ হাজারের বেশি বার দেখা হয়েছে। বহু মানুষ স্বাস্থ্যকর্মীদের প্রচেষ্টার প্রশংসা করেছেন।