পুলিৎজার পুরস্কার জয়ী ভারতীয় ফটোজার্নালিস্ট দানিশ সিদ্দিকী নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে নানা মহল। আফগানিস্তানে শুক্রবার তালেবানের হামলায় প্রাণ হারান তিনি। তার তোলা অসংখ্য ছবির মধ্যে বেশ কয়েকটি শক্তিশালী জীবন্ত ছবি বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। এর মধ্যে ভারতে করোনাভাইরাস এবং আফগান যুদ্ধের ছবিও রয়েছে। ২০১৮ সালে ফিচার ফটোগ্রাফিতে তিনি পুলিৎজার পুরস্কার পেয়েছেন।