আগস্টে শিশুদের টিকা দেওয়া শুরু করছে ভারত

আগামী আগস্ট থেকেই শিশুদের করোনা টিকাকরণের কাজ শুরু করছে ভারত। মঙ্গলবার এমন আশা প্রকাশ করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। এতে শিশুরা করোনাভাইরাস থেকে সুরক্ষা পাবে বলে জানান তিনি।

করোনা মহামারী মোকাবিলায় ভারতে টিকাকরণ চলছে। তবে শিশুদেরকে এখনও টিকার আওতায় আনা সম্ভব হয়নি। এ নিয়ে বিজেপি’র সংসদীয় বোর্ডের বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আসা করছি আগামী মাস থেকেই আমরা শিশুদের করোনা টিকাকরণের কাজ শুরু করতে পারবো।

এর আগে দিল্লির ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস’(এমস)-এর পরিচালক রণদীপ গুলেরিয়া জানান, সেপ্টেম্বরে শিশুদের করোনা টিকা বাজারে আসতে পারে। প্রথম ভারতীয় কোভিড টিকা কোভ্যাক্সিন প্রস্তুতকারী সংস্থা ‘ভারত বায়োটেক’ শিশুদের টিকা তৈরি করছে বলেও জানান তিনি। কিন্তু গত সপ্তাহে গুলেরিয়া জানিয়েছেন শিশুদের জন্য তৈরি কোভ্যাক্সিন টিকার পরীক্ষার ক্লিনিক্যাল ট্রায়াল চূড়ান্ত ফল জানা যেতে পারে সেপ্টেম্বরে।

কোভ্যাক্সিন ছাড়াও অক্সফোর্ড-সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তৈরি শিশুদের ভারতীয় কোভিড-১৯ টিকা নোভাভ্যাক্সের ক্লিনিক্যাল ট্রায়ালও চলছে। এছাড়া ফাইজারের টিকা পরীক্ষাধীন। ২ থেকে ১৭ বছরের শিশু ও কিশোরদের উপর টিকা পরীক্ষা চলছে বলে সরকারের তরফ থেকে বলা হয়েছে। তবে জাইডাস ক্যাডিলার টিকা পরীক্ষার চলছে ১২-১৮ বছর বয়সীদের উপর।