গাড়ি চাপায় বিচারক হত্যায় ভারতে তোলপাড়!

ভারতের ঝাড়খণ্ড রাজ্যে গাড়ি চাপায় এক বিচারককে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রথমে দুর্ঘটনা ধারণা করা হলেও সিসিটিভির ফুটেজ দেখে বিষয়টি নিশ্চিত করা গেছে, গাড়ি চাপাতেই বিচারক উত্তর আনন্দকে হত্যা করা হয়েছে।

ভারতীয় সংবামাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, বুধবার প্রাতঃভ্রমণে বের হন অতিরিক্ত বিচারক উত্তম আনন্দ। বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই একটি টেম্পু চাপা দেয় তাকে। স্থানীয়রা তুলে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ ঘটনাকে প্রাথমিক অবস্থায় দুর্ঘটনা বলে ধারণা করা হয়। পরবর্তীতে সিসিটিভির ফুটেজে ভিন্ন চিত্র দেখা যায়।  ফাঁকা সড়কে গাড়িটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, এই টেম্পুটি বিচারককে ধাক্কা দেওয়ার কিছুক্ষণ আগে চুরি হয়। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিচারের দাবিতে তোলাপাড় শুরু হয়েছে।

উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানান, তিনি ঝাড়খণ্ড হাইকোর্টের সঙ্গে যোগাযোগ রাখছেন। বিচারক হত্যার ঘটনায় আইনজীবী মহল থেকেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তদন্ত শুরু করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।