ভয়াবহ বন্যার কবলে পশ্চিমবঙ্গ, ১৬ জনের মৃত্যু

ভয়াবহ বন্যায় ভাসছে পশ্চিমবঙ্গ। প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত আড়াই লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ১৬ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সহায়তার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে। 

পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব এবং পশ্চিম বর্ধমানে বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। দামোদর ভ্যালি কর্পোরেশনের বাঁধ থেকে পানি বের হওয়ায় প্লাবিত বহু ঘর-বাড়ি।

বন্যার পানি অপসারণে কাজ চালাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নদীর পানিতে হুগলি জেলার অনেক জায়গা তলিয়ে যাওয়ায় সোমবার উদ্ধার কাজে নামে সেনা এবং বিমান বাহিনী। ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিত করতে বিমান থেকে পর্যবেক্ষণ চালানো হয়েছে। এদিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যারা মারা গেছেন তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ।

মৃতদের পরিবারকে দুই লাখ রুপি ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। মন্ত্রী ও আমলাদের বন্যাকবলিত এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। অনেক জায়গায় ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে। তবে বন্যা পরিস্থিতি উন্নতির সম্ভাবনা দেখছে না আবহাওয়া বিশেষজ্ঞরা। সামনে আরও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।