দিল্লির মিছিলে মুসলিম বিরোধী স্লোগান, ৪ জনকে খুঁজছে পুলিশ

ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে সোমবার আয়োজিত এক মিছিলে মুসলিম বিরোধী স্লোগান দেওয়া হয়েছে। এই ঘটনায় সুপ্রিম কোর্টের আইনজীবী ও দিল্লি বিজেপির সাবেক মুখপাত্র অশ্বিনী উপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। এছাড়া আরও তিন জনের খোঁজে অভিযান শুরু করেছে পুলিশ। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, দিল্লির যন্তর মন্তরে আয়োজিত এক মিছিলে মুসলিম বিরোধী সহিংস স্লোগান দেওয়া হচ্ছে। ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও সোমবার রাত পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ওই স্লোগানে বলা হচ্ছে ‘ভারতে থাকতে হলে জয় শ্রীরাম বলতে হবে।’ পার্লামেন্ট ভবনের এক কিলোমিটারেরও কম দূরত্বের মধ্যে এই স্লোগান দেওয়া হলেও আশেপাশে কোনও পুলিশ দেখা যায়নি। পুলিশের দাবি করোনা সংক্রমণের ভয়ে বিক্ষোভের অনুমতি দেওয়া হয়নি তারপরেও বিক্ষোভ হয়েছে।

উপনিবেশিক আইনের প্রতিবাদে বিক্ষোভটি দিল্লি বিজেপির সাবেক মুখপাত্র অশ্বিনী উপাধ্যায় আয়োজন করেন বলে জানা যাচ্ছে। তবে তিনি দাবি করেছেন, সেখানে মুসলিম বিরোধী স্লোগান কারা দিয়েছেন সে বিষয়ে কিছুই জানেন না তিনি। পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।