কলকাতায় আফগানদের পরিচয়পত্র যাচাই করবে পুলিশ

কলকাতার আফগান নাগরিকদের ভারতে বসবাসরত বৈধ পরিচয়পত্র আছে কিনা তা পরীক্ষা করবে পুলিশ। আফগানিস্তানে তালেবানরা ক্ষমতা দখলে পর কলকাতা জঙ্গি কার্যকলাপ ঠেকাতেই এই পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুলিশ। এমনটাই সূত্রের খবর।

পুলিশ সূত্রে খবর, এমন বহু বিদেশিই আছেন, যারা ভিসার মেয়াদ শেষ হলেও কলকাতায় থেকে যান। শহরে ফুটবলের একাধিক ক্লাব রয়েছে। এসব ক্লাবে বহু বিদেশি খেলোয়াড় খেলতে আসেন। অনেকে এই শহরে আসেন চিকিৎসা করাতে কিংবা উচ্চশিক্ষার জন্য। এসব তালিকাতেও আফগানদের সংখ্যা নেহাত কম নয়। কলকাতার পার্ক সার্কাস, তপসিয়ার মতো সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলো ছাড়াও শহরের বিভিন্ন এলাকায় ফ্ল্যাট বা বাড়ি ভাড়া করে থাকেন এই আফগান নাগরিকরা। অনেকে এখানে বছরের পর বছর থেকে যান শুধু ব্যবসার কাজে। এদের সবার কাছে ভারতে বসবাসের বৈধ নথি রয়েছে কিনা, এবার তা যাচাই করবে কলকাতা পুলিশ।

জঙ্গি সংগঠনের সদস্যরা নানারকম পরিচয়ে  বিভিন্ন দেশে গিয়ে ঘাঁটি গাড়ে। কলকাতাতেও আফগান নাগরিকের পরিচয়ে এমন কেউ গা-ঢাকা দিয়ে রয়েছে কিনা, তা জানতে চাইছে কলকাতা পুলিশ।

জানা গেছে, পুলিশের সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের এই বিষয়ে কাজে লাগানো হয়েছে। তারাই এই শহরে থাকা ও নিয়মিত যাতায়াত করা আফগান নাগরিকদের ওপর নজরদারি চালাচ্ছেন। কারও আচরণে সন্দেহ হলে অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে লালবাজার সূত্রে জানা গেছে।