ভারতে একদিনে ১ কোটির বেশি মানুষকে টিকা

করোনার টিকা দেওয়ায় রেকর্ড গড়লো প্রতিবেশি দেশ ভারত। শুক্রবার গোটা দেশে ১ কোটির বেশি মানুষকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে। যারা টিকা নিয়েছেন এক টুইট বার্তায় তাদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দুই মাস আগেও ভারতের করোনাভাইরাসে শনাক্ত ও মৃত্যুর হার দৈনিক রেকর্ড গড়তো। টিকা কার্যক্রমে জোর দেওয়ায় বর্তমানে সংক্রমণ অনেকটাই কমে এসেছে। ফলে মৃত্যুও কমেছে। ভারতে এ পর্যন্ত কোভিডে মারা গেছেন প্রায় সাড়ে চার লাখ মানুষ। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃত মৃতের সংখ্যা এর চেয়ে কয়েকগুণ বেশি।

শুক্রবার বিবৃতিতে দেশটির সরকার জানিয়েছে, একদিনেই ১ কোটি ৬৪ হাজার ৩২টি ডোজ টিকা দেওয়া হয়েছে। যা ভারতে এ যাবতকালের সর্বোচ্চ। গত ১৭ আগস্ট ৮৮ লাখ মানুষকে একদিনে করোনার টিকা দেয় ভারত।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যকর্মীদের অধিক পরিশ্রম আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার সংকল্প সফল হচ্ছে’।

আগামী ডিসেম্বরের মধ্যে ভারতের ৮০ কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় সরকার।