কলকাতায় কোভ্যাক্সিন টিকাদান বন্ধ

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অনির্দিষ্টকালের জন্য কোভ্যাক্সিন টিকা বন্ধ ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সরকার কোভ্যাক্সিন টিকা না পাঠানোয় কলকাতার ৩৯টি স্বাস্থ্যকেন্দ্রে সোমবার (১৩ সেপ্টেম্বর) থেকে শহরটিতে টিকাদান বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

রবিবার (১২ সেপ্টেম্বর) রাতে কলকাতা পৌরসভার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুব্রত রায় চৌধুরী জানান, ‘কেন্দ্রীয় সরকার কোভ্যাক্সিন না পাঠানোয় শহরের টিকা কার্যক্রম সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে গেছে। ফের কোভ্যাক্সিনের সরবরাহ এলে টিকাদান শুরু হবে।’

ভারত বায়োটেক উদ্ভাবিত করোনার টিকা কোভ্যাক্সিন। টিকাদান কর্মসূচি বন্ধ হওয়ায় সংক্রমণ আবারও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষেজ্ঞরা।

যেই ৩৯টি স্বাস্থ্যকেন্দ্রে কোভ্যাক্সিন দেওয়া হচ্ছিল, তা বাদে বাকি সব কেন্দ্রেই স্বাভাবিক নিয়মে কোভিশিল্ডের টিকাকরণ চলবে বলে জানা গেছে। বিশ্বের অন্যান্য দেশে সাময়িক সময়ের জন্য টিকা সরবরাহ স্থগিত রেখেছে ভারত। দেশটির সংক্রমণের হার কমিয়ে আনতেই এমন পদক্ষেপ নেওয়া হয়।